মিয়া বিবি রাজি। শুভ দিনক্ষণে হাজির হবেন পুরোহিত। পড়াবেন বিয়ে। বাধা পড়বেন দাম্পত্য বাধনে। মনের মধ্যে যখন এই নিয়ে নানা স্বপ্নের জাল তখন কন্যা যদি খবর পায় তার বিয়ে হয়ে গেছে, আরেক পুরুষের সাথে! তাই যাকে নিয়ে বিয়ের স্বপ্ন দেখছে সে বাদ! তখন কেমন লাগে! কেমন লাগে সেটার সঠিক উত্তর এই মুহুর্তে সবচে ভাল দিতে পারবেন বোধহয় বলিউডের গ্ল্যামারগার্ল নায়িকা জেনেলিয়া ডি সুজা। দক্ষিণ ভারতের সুন্দরী এই অভিনেত্রী বেশ কয়েকটি জনপ্রিয় হিন্দি ছবিতেই অভিনয় করেছেন। সম্প্রতি দেশী বিদেশী অনেক পত্রপত্রিকায় খবর প্রকাশিত হয়েছে, প্রেমিক রিতেশ দেশমুখের সঙ্গে বিয়ের গাটছড়া বাধতে যাচ্ছেন জেনেলিয়া। ‘লাভবার্ড’ বলে পরিচিতি পাওয়া এই জুটি পরস্পরকে গভীরভাবে ভালোবাসার কথাও স্বীকার করেছেন। সামনে বিয়ের পরিকল্পনার কথাও জানিয়েছেন সবিস্তারে।
কিন্তু কাবাবে হাড্ডি হয়ে হাজির হয়ে এসেছেন এক পুুরোহিত। ভগবত নামের ওই পুরোহিত বলেছেন জেনেলিয়ার বিয়ে হয়ে গেছে ভারতের জনপ্রিয় মডেল ও অভিনেতা জন আব্রাহমের সঙ্গে! সেই বিয়ে তিনি নিজেই পড়িয়েছেন! সুতরাং হিন্দু শাস্ত্র অনুযায়ী জেনেলিয়ার নতুন আরেকটি বিয়ে করার সুযোগ নেই! পুরোহিত এই দাবিতে রেজিস্টার অফিসে একটি অভিযোগও দাখিল করে রেখেছেন।
ঘটনাটা খুলে বলা যাক। জন আব্রাহম এবং জেনেলিয়া পরিচালক নীতিশ কামাতের ছবি ‘ফোর্স’ এ নায়ক-নায়িকার ভূমিকায় অভিনয় করেছিলেন। ছবিতে তাদের বিয়ে হয়। কিন্তু বিয়ের দৃশ্যকে ‘ন্যাচারাল’ করে ফুটিয়ে তুলতে পরিচালক কোনো অভিনেতার পরিবর্তে একজন আসল পুরোহিত খবর দেন। তিনি হলেন আলোচিত এই ভগবত। ভগবত ভুলেই গেছিলেন যে এটা সিনেমার বিয়ে! তাই তাকে ভুয়া মন্ত্রপাঠ করতে বলা হলেও তিনি অভ্যাসবশত বিয়ের আসল মন্ত্র পাঠ করেন! অর্থাত্, ধর্মের বিধান অনুযায়ী সব আনুষ্ঠানিতকা মেনেই ‘বিয়ে’ হয়ে যায়। ছবির ওই দৃশ্য শেষ হবার পর ভগবতের খেয়ালই ছিল না যে তিনি আসল মন্ত্র পড়িয়েছেন। কিন্তু গত সপ্তাহে জেনেলিয়া-রিতেশের প্রেম ও বিয়ের খবর শুনে তিনি দৃশ্যপটে হাজির হয়ে জানান, এক স্বামী বর্তমান থাকতে আরেক বিয়ে অসম্ভব! তার মনে পড়েছে, তিনি ‘আসল বিয়ে’ পড়িয়েছেন!
উল্লেখ্য, জেনেলিয়া হিন্দি, তামিল, কানাড়া, মালায়ালাম মিলে ৩২ টির মতো ছবিতে অভিনয় করেছেন। কয়েকটিতে সেরা নবাগতা নায়িকার মনোনয়ন পেয়েছেন। টাইমস অব ইন্ডিয়া।




৩:৫২ PM
Akashnill
Posted in:
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন