ফরিদপুরের মধুখালীতে সরকারি আইনউদ্দিন কলেজের এক ছাত্রীকে বাস থেকে ধাক্কা দিয়ে ফেলা দেওয়ার প্রতিবাদে শিক্ষার্থীরা বিক্ষোভ করেছেন। গতকাল শনিবার সকালের ওই ঘটনায় শিক্ষার্থীরা গাছের গুঁড়ি ফেলে ঢাকা-খুলনা মহাসড়ক আধঘণ্টা অবরোধ করে রাখেন।
জানা গেছে, সকাল নয়টার দিকে ফরিদপুর থেকে মাগুরাগামী যাত্রীবাহী লোকাল বাসে উঠেছিলেন কলেজের প্রথম বর্ষের ছাত্রী লাবণী সরকার। কলেজের সামনে নামিয়ে দিতে বললে চালক বাসের গতি কমান। লাবণী বাস থেকে এক পা নামাতেই চালকের সহকারী তাঁকে ধাক্কা দিয়ে নামিয়ে দেন। এতে লাবণী পড়ে গিয়ে পায়ে ও হাতে আঘাত পান। পরে তাঁকে হাসপাতালে নেওয়া হয়।
এ খবর কলেজ ক্যাম্পাসে পৌঁছামাত্র শিক্ষার্থীরা ক্লাস বর্জন করে রাস্তায় নেমে আসেন এবং বিক্ষোভ করেন। একপর্যায়ে বিক্ষোভকারীরা মিছিল করে মহাসড়ক অবরোধ করেন। এ সময় মহাসড়কের দুই পাশে কয়েক শ গাড়ি আটকা পড়ে। পরে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে অবরোধ তুলে নিতে অনুরোধ করলে শিক্ষার্থীরা তা প্রত্যাখ্যান করেন।
কলেজের অধ্যক্ষ আলাউদ্দিন মোল্লা জানান, মধুখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এস এম মোস্তফা কামাল তাঁকে ফোন করে কলেজের সামনের সড়কে গতিরোধক নির্মাণ করা হবে—এ আশ্বাস দেওয়ার পর শিক্ষার্থীরা প্রায় আধঘণ্টা পর অবরোধ তুলে নেন।প্রথম আলো




৪:৪১ PM
Akashnill
Posted in:
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন