‘টাইটানিক’ তারকা কেট উইন্সলেটের জন্য বিবসনা হওয়াটা নতুন কোনো বিষয় নয়। রূপালি পর্দায় তো বটেই, বিজ্ঞাপনী প্রচারণার জন্যও তিনি বিবসনা হয়েছেন। আর এবারে তিনি বিবসনা অবস্থায় ক্যামেরাবন্দী হয়েছেন আলোকচিত্রী মারিও টেস্টিনোর পরবর্তী আলোকচিত্র প্রদর্শনীর মডেল হিসেবে। খবর টাইমস অফ ইন্ডিয়ার।
সংবাদমাধ্যমটি জানিয়েছে, এর আগে ল্যানকম কসমেটিকসের বিজ্ঞাপনী প্রচারণার জন্য বিবসনা হয়েছিলেন কেট। আর এবারে মারিও টেস্টিনোর ‘টোডো ও নাডা’ শিরোনামের আলোকচিত্র প্রদর্শনীর জন্য তিনি সম্পূর্ণ বিবসনা অবস্থায় ছবি তুলেছেন। শিগগিরই এই প্রদর্শনীর আয়োজন করা হবে ইতালির রাজধানী রোমে।
জানা গেছে, এ প্রসঙ্গে কেট বলেছেন, ‘টেস্টিনোকে না বলতে পারিনি আমি। কারণ নারীর সৌন্দর্যকে শৈল্পিকভাবে উপস্থাপনের ব্যাপারে সিদ্ধহস্ত তিনি। তিনি আমাকে বললেন, আপনি অনেক সুন্দর। কিন্তু আমার মনে হয়, বিবসনা অবস্থায় আপনাকে আরো সুন্দরভাবে উপস্থাপন করা সম্ভব। এভাবে কাজটির জন্য আমাকে প্রস্তাব দেয়ার পর তাকে ফিরিয়ে দেয়া আমার পক্ষে সম্ভব ছিলো না।’
বিডিনিউজটোয়েন্টিফোরডটকম




৬:০০ PM
মম
Posted in:
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন