মঙ্গলবার, ২৬ জুলাই, ২০১১

মর্গে জেগে উঠলো 'মরা মানুষ'

মর্গ থেকে জেগে উঠেছে এক লোক। ঘটনাটি ঘটেছে দক্ষিণ আফ্রিকার ইস্টার্ণ কেপ এ।

রোববার স্থানীয় সময় বিকাল ৫টায় ৫০ বছর বয়সী ওই লোক মর্গ থেকে জেগে উঠে বাইরে বের হয়ে আসার জন্য ডাকাডাকি করলে ভুত ভেবে ভয়ে পালিয়ে যায় সেখানকার কর্মীরা।

ওই অঞ্চলের স্বাস্থ্য বিভাগের মুখপাত্র সিজুয়ি কুপিলো সংবাদ সংস্থা সাপাকে জানান, শনিবার রাতে ঘুম থেকে জাগাতে না পেরে ওই ব্যক্তির পরিবার তাকে মৃত ভেবে একটি বেসরকারি মর্গের সঙ্গে যোগাযোগ করে।

মর্গে সে ২৪ ঘণ্টা ছিল বলেও জানান তিনি।

পরে মর্গের কর্মীরা ফিরে এসে অ্যাম্বুলেন্স ডেকে তাকে হাসপাতালে নিয়ে যায়। তার পরিচয় জানা যায়নি।

কুপেলো বলেন, "তিনি চিকিৎসকদের পর্যবেক্ষণে আছেন এবং তার অবস্থা স্থিতিশীল।"

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমডি/এলকিউ/১৬৫৩ঘ.

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Design by Wordpress Theme | Bloggerized by Free Blogger Templates | JCPenney Coupons