রবিবার, ১৬ অক্টোবর, ২০১১

 গাঁজা সেবনের দায়ে কলেজশিক্ষকসহ তিনজনের কারাদণ্ড

গাঁজা সেবনের দায়ে রাজশাহীর বাগমারার এক কলেজশিক্ষকসহ তিনজনকে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। গতকাল শনিবার রাতে আদালত তাঁদের সাজা দেন। সাজাপ্রাপ্তরা হলেন উপজেলার মোহনগঞ্জ ডিগ্রি কলেজের দর্শন বিভাগের শিক্ষক গোলাম রসুল (৩৬), কর্মচারী ইয়ামিন আলী খান (৪২) ও গাঁজা বিক্রেতা গোলাম মোস্তফা (৩৮)।
র্যাব-৫ এর বাগমারা ক্যাম্পের কমান্ডার সহকারী পুলিশ সুপার মির্জা গোলাম সারোয়ার জানান, গতকাল রাত সাড়ে ১০টার দিকে উপজেলার মোহনগঞ্জ এলাকায় গাঁজা সেবনরত অবস্থায় শিক্ষক গোলাম রসুলসহ ওই তিনজনকে আটক করা হয়। এ সময় তাঁদের কাছ থেকে বেশ কিছু পুরিয়া গাঁজা ও সরঞ্জাম উদ্ধার করা হয়।
পরে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও বাগমারা উপজেলা নির্বাহী কর্মকর্তা আবু ইউসুফ মো. রেজাউর রহমান তাঁদের প্রত্যেকের ছয় মাস করে বিনাশ্রম কারাদণ্ড দেন।
মোহনগঞ্জ ডিগ্রি কলেজের অধ্যক্ষ আবদুল লতিফ তরফদার গোলাম রসুল ও ইয়ামিনের পরিচয় সম্পর্কে নিশ্চিত করেছেন।

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Design by Wordpress Theme | Bloggerized by Free Blogger Templates | JCPenney Coupons