রাশিয়ার নাগরিক অ্যালেক্স কারপেনকো (৩৫) প্রতিদিন সকালে শেভ করেন কোদাল দিয়ে। দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলার সময় তার সৈনিক দাদাও নাকি হাতের কাছে যা পেতেন তা দিয়েই শেভ করতেন। এটাই অ্যালেঙ্কে এভাবে শেভ করতে উৎসাহিত করে_'রেজর ব্যয়বহুল ও অপ্রয়োজনীয় বিলাসিতা। আমার দাদাও যুদ্ধের সময় হাতের কাছে ধারালো যা পেতেন তা-ই ব্যবহার করতেন। ব্যাপারটা আমার ভালো লেগেছে।' তিনি আরো বলেন, 'প্রথম দিন আমি শেভ করার জন্য কুড়াল ব্যবহার করছিলাম। এ সময় স্ত্রী গলায় কুড়াল দেখে চিৎকার করে ওঠে। তাই কুড়ালের বদলে এ রকম ধারালো কিছু ব্যবহার করা শুরু করেছি। আমি মনে করি, এটা কিছুটা নিরাপদ।'
নূরে জান্নাত
নূরে জান্নাত




১২:৩০ PM
মম
Posted in:
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন