২৩ ডিসেম্বর মুক্তি পাচ্ছে অ্যাঞ্জেলিনা জোলি পরিচালিত প্রথম ছবি ‘ইন দ্য ল্যান্ড অফ ব্লাড অ্যান্ড হানি’। মুক্তির আগেই ছবিটি ২০১২ সালের স্টেনলি ক্রেমার পুরস্কারের জন্য মনোনীত হয়েছে। খবর ই!অনলাইন- এর।রচনা ও পরিচালনার পাশাপাশি ছবিটি যৌথভাবে প্রযোজনাও করেছেন জোলি। এবার তিনি প্রথমবারের মতো নিজের কাজের স্বীকৃতি পেতে চলেছেন। ইতোমধ্যেই ছবিটিকে ২০১২ সালের স্টেনলি ক্রেমার পুরস্কার প্রদানের ঘোষণা দিয়েছে প্রডিউসারস গিল্ড অফ আমেরিকা।
বিতর্কিত সামাজিক ইস্যু নিয়ে নির্মিত ছবিগুলোকেও স্টেনলি ক্রেমার পুরস্কার দেওয়া হয়ে থাকে। এর আগে এই পুরস্কার জিতেছে ‘আই অ্যাম স্যাম, মিল্ক, হোটেল রুয়ান্ডা’ এবং ‘ প্রেশাস’- এর মতো ছবিগুলো।
‘ইন দ্য ল্যান্ড অফ ব্লাড অ্যান্ড হানি’ সম্পর্কে প্রডিউসারস গিল্ড- এর প্রেসিডেন্ট হাউক কচ এবং মার্ক গর্ডন যৌথ বিবৃতিতে বলেছেন, ‘এটা একটা অসাধারণ ছবি। বসনিয়া যুদ্ধের প্রেক্ষাপটে জটিল একটি প্রেম কাহিনীকে তুলে ধরা হয়েছে এই ছবিতে।’
উল্লেখ্য, নব্বই দশকে সংঘটিত বসনিয়ায় গৃহযুদ্ধ চলাকালে একজন সার্ব সৈন্য এবং একজন বসনিয়ান মুসলিম নারীর রোমান্সকে ঘিরে আবর্তিত হয়েছে ছবিটির কাহিনী।
বিডিনিউজটোয়েন্টিফোরডটকম/




৫:২৩ PM
Akashnill
Posted in:
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন