মিশরের সামরিক জেলে মেয়েদের সতীত্ব পরীক্ষা বন্ধের নির্দেশ দিয়েছে কায়রোর এক প্রশাসনিক আদালত। সামিরা ইব্রাহিম নামের এক মানবাধিকার কর্মীর দায়ের করা মামলায় মঙ্গলবার এই রায় দেয়া হয়। সামিরা গত এপ্রিল মাসে তাহরীর স্কয়ারের এক প্রতিবাদ কর্মসূচি থেকে গ্রেপ্তার হলে সামরিক কারাগারে তাকে জোর করে সতীত্ব পরীক্ষা করানোর অভিযোগে এই মামলাটি করেছিলেন। মিশরের মানবাধিকার সংগঠনগুলো বলছে এরকম আরও অনেক পরীক্ষা সেনাবাহিনী করে থাকে। আদালতের প্রধান আলী ফিকরি তার রায়ে সামরিক কারাগারে সতীত্ব পরীক্ষা বন্ধ করতে নির্দেশ দিলে আদালত কক্ষে উপস্থিত অনেকেই আনন্দে চিৎকার করে উঠে।mzamin
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন