মঙ্গলবার, ২৭ ডিসেম্বর, ২০১১

সমকামী প্রেসিডেন্ট নিক্সন

undefined
মার্কিন প্রেসিডেন্ট রিচার্ড নিক্সন কম্বোডিয়ায় কার্পেট বোমা নিক্ষেপ, হোয়াইট হাউজে নারী বিদ্ধেষী কৌতুক ও রাজনৈতিক প্রতিদ্বন্দ্বীদের হেনস্তা করতে নোংরা সব কৌশল অবলম্বনের জন্য বিখ্যাত হলেও ওয়াটার গেট কেলেঙ্কারিটি তার সব কিছুকেই ছাপিয়ে গেছে। যুক্তরাষ্ট্রের সবচেয়ে ধড়িবাজ ও অস্বচ্ছ প্রেসিডেন্টের খেতাব পাওয়া নিক্সন আবারো আলোচনায় ওঠে  এসেছেন। তাও আবার সমকামীতার মতো একান্ত ব্যক্তিগত আচরণের কারণে। নিক্সন ক্ষমতায় থাকাকালে ওয়াশিংটনের সংবাদ সংগ্রহকারী বিখ্যাত সাংবাদিক ডন ফুলসামের লেখা জীবনী গ্রন্থে এই দাবি করা হয়েছে। নিক্সনের সঙ্গে তার ছেলে বন্ধু চার্লস বেবে রেবুজার যৌন সম্পর্ক ছিল বলে বইটিতে উল্লেখ করা হয়েছে। রেবুজা ফ্লোরিডার মাফিয়া চক্রের সদস্য এবং নিক্সনের চেয়েও বেশি অসৎ ছিল বলেও উল্লেখ রয়েছে। নিঙনস ডার্কেস্ট সিক্রেট নামের বইটিতে নিক্সন বৌ পেটানোর পাশাপাশি প্রচণ্ড নেশা গ্রস্ত ছিলেন দাবি করা হয়েছে। সে সঙ্গে আমেরিকার মাফিয়া চক্রের সবচেয়ে ক্ষমতাধর ডন নিউ অরলিনসের গডফাদার কার্লোস মারসেলুর সঙ্গে তার সখ্যতা ছিল বলেও উল্লেখ রয়েছে। বইটি আগামী মাসে বাজারে আসবে বলে জানা গেছে।

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Design by Wordpress Theme | Bloggerized by Free Blogger Templates | JCPenney Coupons