
এদিকে, ‘বিগহার্ট লাভারবয়’ সাল্লুও নাকি সানির সঙ্গে কাজের সুযোগ তৈরির পাঁয়তারা আঁটছেন। তার পরবর্তী সিনেমা ‘শের খান’- এর কেন্দ্রীয় নারী চরিত্রে এঞ্জেলা জনসনের পরিবর্তে সানিকে চুক্তিবদ্ধ করানোর জন্য সবরকম চেষ্টাই তিনি চালাচ্ছেন।
ইতোমধ্যেই মহেশ ভাটের ‘জিসম ২’ ছবিতেও চুক্তিবদ্ধ হয়েছেন সানি। সবকিছু মিলিয়ে বলিউডি অভিনেত্রীদের শক্ত একজন প্রতিপক্ষ হিসেবেই আবির্ভূত হতে যাচ্ছেন তিনি- এমন মন্তব্য করেছেন অনেকেই।
বিডিনিউজটোয়েন্টিফোরডটকম
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন