শুক্রবার, ১৬ মার্চ, ২০১২

বিবসনা ছবি ফাঁস হয়ে যাওয়ার ভয় পেয়েছেন স্কারলেট

বিবসনা ছবি ফাঁস হয়ে যাওয়ার ভয় পেয়েছেন স্কারলেট জোহানসন। কারণ এ ছবি ব্যবহার করে অনেকেই অনেক কিছু করে ফেলতে পারেন বলে তার ধারণা। তিনি দাবি করেছেন ইন্টারনেটের মাধ্যমে তার ইমেইল ঠিকানা দিয়ে হ্যাকাররা ওই ছবিগুলো চুরি করেছে। এর আগেও তিনি এমন ঘটনার শিকার হয়েছিলেন ২০১১ সালে। সে সময়ের কথা উল্লেখ করে বর্তমান ঘটনাকে তিনি ফোন হ্যাকিং বলে অভিহিত করেছেন। এ বিষয়ে স্কারলেট বলেছেন, সমপ্রতি আমার ফোন হ্যাকিং হওয়ার পর আমি অস্বস্তি অনুভব করছিলাম এবং এটা খুব বিপজ্জনকও বটে। আমি আসলেই জানি না এমন ঘটনার জন্য কি করা উচিত।

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Design by Wordpress Theme | Bloggerized by Free Blogger Templates | JCPenney Coupons