সোমবার, ১৩ জুন, ২০১১

মালয়েশিয়ায় ১১০ বছর বয়সী বৃদ্ধের বিয়ে


মালয়েশিয়ার ১১০ বছরের এক বৃদ্ধ আবার বিয়ের প্রস্তুতি নিচ্ছেন। বউ খোঁজার খবর পেয়ে ৮২ বছরের এক বৃদ্ধা সাড়া দেয়ার পর ওই বৃদ্ধ বিয়ের প্রস্তুতি নিতে শুরু করেন। মালয় ভাষার পত্রিকা ইউটুসান মালয়েশিয়ায় চলতি সপ্তাহে আহমদ মোহাম্মদ ইসা নামের ওই বৃদ্ধ তাকে সঙ্গ দিতে এবং দেখভাল করার জন্য বিয়ের আগ্রহ ব্যক্ত করেন। এতে ৮২ বছরের বৃদ্ধা সানাহ আহমেদ সাড়া দেন। ইসার সঙ্গে যোগাযোগ করে বিয়ের আয়োজন করতে তিনি সন্তানদের নির্দেশও দিয়েছেন। সানাহ ৩০ বছর আগে বিধবা হন এবং তার ৯ সন্তান। ইসার ২০ নাতি-নাতনী এবং তাদেরও ৪০ সন্তান-সন্ততি রয়েছে। আহমদ পত্রিকাটিকে বলেন, সানাহকে সেটা কোনও বিষয় নয়।
সে আমার জন্য রান্না করতে পারলেই হল। তিনি আরও জানান, তার মেয়ে সানাহর পরিবারের সঙ্গে যোগাযোগ করবে এ কথা জেনে তিনি খুবই সুখী ও বিস্মিত হন। এই বৃদ্ধ আরও জানান, একা একা আমি নিঃসঙ্গ বোধকরি এবং ঘুমুতে ভয় পাই। আমার একজন স্ত্রী থাকলে সে আমার যতœ নিতে পারবে। আহমদ ইসার আগে আরও ৫ বার বিয়ে করেন। তিনি কানে কম শোনেন এবং চোখেও কম দেখেন। তার আগের ৪ স্ত্রী মারা গেছেন ও পঞ্চম জনের সঙ্গে বিয়ে ভেঙে যায়। সানাহ জানান, আহমদকে তার পছন্দ হয়েছে। কারণ তার মৃত স্বামীর সঙ্গে আহমদের মিল রয়েছে। এছাড়া দু’জনের নামও এক।

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Design by Wordpress Theme | Bloggerized by Free Blogger Templates | JCPenney Coupons