পুরুষের দাম বেড়েগেছে মালয়েশিয়ায়। মাসিক ১৫শ’ থেকে ২ হাজার ডলারে স্বামী ভাড়া পাওয়া যাচ্ছে। না। এটি আর গোপন নেই। সে দেশের ইমিগ্রেশন বিভাগের প্রধান কর্তা ব্যক্তি সাংবাদিকদের জানিয়েছেন, কারা স্বামী ভাড়া করছেন। অবশ্যই যৌনকর্মীরা। মালয়েশিয়ায় যৌন ব্যবসা নিষিদ্ধ হলেও এটি আয়ের অন্যতম পথ অনেকেরই। যেখানে নিয়মের বেড়াজাল, সেখানে ফাঁকফোঁকড়ও আছে।আর এ ফাঁকটাই হলো স্বামীত্ব বরণ করে নেয়া। মালয়েশিয়ার ইমিগ্রেশনের প্রধান কর্তার বক্তব্য, বিদেশি যৌনকর্মীরা মালয়েশিয়ায় থাকতে এ ফর্মুলা গ্রহণ করছে। সে দেশের আইন অনুযায়ী একজন
মালয়েশিয়র বিদেশি স্ত্রী ৩ মাসের ভিসা পান। এটি নবায়ন করার সুযোগও থাকে। কাজেই ১৫শ’ থেকে ২ হাজার ডলার মাসিক বেতন দিয়ে কেউ যদি কোনো স্বামীও ভাড়া করেন, তাতে কোনো ক্ষতি নেই। স্বামী থাকায় পুলিশের ধরতে পারে না। আর মালয়েশিয়ায় যৌন ব্যবসায় আয়ও একেবারেই কম নয়। মাসে ৮/৯ হাজার ডলার পর্যন্ত কামানো যায়। শরীর ব্যবহার করে এ আয় করতে পারলে কতোজনই বা লোভ সামলাতে পারবেন।




৬:০৩ PM
নামহীন
Posted in:
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন