ভারতের আজমিরে মৃত্যুর পর এক ভিক্ষুকের পকেটে পাওয়া গেছে প্রায় দুই লাখ রুপি, আর এ খবর পেয়ে অনেকে হয়ে উঠেছেন তার দাবিদার। আজমিরে খাজা মঈনুদ্দীন চিশতির দরগায় অনেক ভিক্ষুকের মধ্যে রোববার এক জনের মৃত্যু হয়। খবর পেয়ে পুলিশ তার লাশ থানায় আনে। টাইমস অফ ইন্ডিয়ায় প্রকাশিত খবরে বলা হয়, লাশের সুরতহাল প্রতিবেদন তৈরির সময় পুলিশ তার পকেটে ১ লাখ ৯৮ হাজার রুপি পায়। এক পুলিশ কনস্টেবল বলেন, মৃতের বয়স আনুমানিক ৬০ বছর। তার পরনের কাপড় ছিলো শতছিন্ন, সঙ্গে একটি ঝোলা ছিলো, তাও নোংরা। পরনের শার্টের পকেটেই পাওয়া যায় প্রায় ২ লাখ রুপি। ভিক্ষুকের নাম-পরিচয় কিছু পুলিশ জানতে পারেনি। তবে সঙ্গে অর্থ থাকার কথা জানাজানি হওয়ার পর স্বজনের দাবিদার হয়ে অনেকেই থানায় আসছে বলে পুলিশ জানায়। তবে তারা কেউ কোনো প্রমাণ হাজির করতে পারেনি, বলেন এক পুলিশ কর্মকর্তা। এত টাকা কীভাবে এলো- জানতে চাইলে ওই পুলিশ কর্মকর্তা বলেন, "আমরা যতদূর জেনেছি, তিনি ভিক্ষা করে যা পেতেন, সে খুচরো পয়সা বিক্রি করতেন। এভাবেই জমাতে পারেন।" প্রকৃত স্বজন না পেয়ে লাশটি দাফন-কাফনের জন্য দরগাহ কর্তৃপক্ষকে দেওয়া হয়েছে। আর তার অর্থের বন্দোবস্ত করতে ৯০ দিন পর্যন্ত অপেক্ষা করবে পুলিশ। প্রকৃত স্বজন না পাওয়া গেলে তা শহর কর্তৃপক্ষকে দিয়ে দেওয়া হবে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমআই/১০৪০ ঘ. |




৪:৫৪ PM
Akashnill
Posted in:
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন