রবিবার, ২৬ জুন, ২০১১

গরিবের ভোজে বিমানবন্দরের পাখি

 বিমান উড্ডয়নে বাধাসৃষ্টিকারী পাখিগুলো ধরে গরিবদের খাওয়ানোর জন্য পেনিসেলভানিয়ায় পাঠিয়ে দেয়ার সিদ্ধান্ত নিয়েছে নিউইয়র্ক নগর কর্তৃপক্ষ। 

বিমান দুর্ঘটনা এড়ানোর জন্যই এ সিদ্ধান্ত নিয়েছে তারা। যেমনটি ঘটেছিলো ২০০৯ সালের জানুয়ারিতে। 

যুক্তরাষ্ট্র এয়ারওয়েজের একটি বিমান লা গার্ডিয়া বিমানবন্দর থেকে উড্ডয়নের সময় ইঞ্জিনে এক ঝাঁক পাখির ধাক্কা লাগায় বিমানটিকে হাডসন নদীতে নামতে বাধ্য হয়েছিলেন পাইলট। 

পাইলটের দক্ষতার কারণে সে যাত্রায় অলৌকিকভাবে রক্ষা পায় বিমানের আরোহীরা। 

নিউইয়র্কের ডিপার্টমেন্ট অব এনভায়রনমেন্টাল প্রোটেকশনের (ডিইপি) একজন মুখপাত্র জানিয়েছেন, পাখি ধরার জন্য পারিশ্রমিক দেওয়া হবে এবং সেগুলো বিতরণ করা হবে পেনসেলভানিয়ার ফুড ব্যাংকগুলোতে । 

তিনি আরো বলেন, "পাখিগুলো আবর্জনার স্তুপে ফেলে দেওয়ার চেয়ে আমরা নিশ্চিত হতে চাই এগুলো নষ্ট হচ্ছে না।" 

ডিইপি জানিয়েছে, "নিউইয়র্কে এমন কোন জায়গা পাওয়া যায়নি যারা পাখিগুলো অনুদান হিসেবে নিতে চায়।" 
গত গ্রীষ্মে হাজার হাজার পাখি ধরার পর জ্বালিয়ে দেওয়ায় প্রাণী অধিকার কর্মীরা তীব্র প্রতিবাদ জানায়। 


বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/বিসিএস/এলকিউ/২১৫৬ঘ.

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Design by Wordpress Theme | Bloggerized by Free Blogger Templates | JCPenney Coupons