সোমবার, ১৩ জুন, ২০১১

যিশু খ্রিস্ট সমকামী ছিলেন: এলটন জন

যিশু খ্রিস্ট একজন আবেগপ্রবণ ও অতি-বুদ্ধিমত্তাসম্পন্ন সমকামী ছিলেন। তিনি মানবিক সমস্যাগুলো ভালোভাবে বুঝতেন। ব্রিটিশ পপ সম্রাট এলটন জন ইন্টারনেটভিত্তিক একটি ম্যগাজিনের সাক্ষাতকারে একথা বলেন। এই বক্তব্যের কারণে তিনি তীব্র সমালোচনার মুখে পড়েছেন। দ্য ক্যাথলিক লীগ নামের সবচে বড় মার্কিন ক্যাথলিক গ্র“প এ মন্তব্যের তীব্র নিন্দা জানিয়েছে। লীগের প্রেসিডেন্ট বিল ডোনোহু এক বিবৃতিতে বলেন, যিশু অবশ্যই আবেগপ্রবণ ছিলেন, কিন্তু অতি-বুদ্ধিমত্তাসম্পন্ন বললে ঈশ্বরের ছেলেকে কোনো গেম শো’র প্রতিযোগীর সঙ্গে তুলনা করা হয়। আর সবচে বড় কথা সমকামী আখ্যা দিয়ে তাকে অস্বাভাবিক যৌনতার অধিকারী বলা হয়েছে। তিনি বলেন, এলটন জন একজন এমন ব্যক্তি যিনি ধর্ম নিষিদ্ধ করার পক্ষে কথা বলেন, তার কাছ থেকে এর চেয়ে বেশি কী আশা করা যেতে পারে! উল্লেখ্য, এলটন জন নিজেই একজন সমকামী। টেলিগ্রাফ

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Design by Wordpress Theme | Bloggerized by Free Blogger Templates | JCPenney Coupons