আমার মনে হয় সবার নিজস্ব কিছু মতামত ও বিশ্বাস রয়েছে। আমি নিজে যিশু খ্রিস্টে বিশ্বাসী। আমি এও বিশ্বাস করি যে তিনি সমকামী ছিলেন। যিশু খ্রিস্টকে সমকামী বলা নিয়ে নানান সমালোচনা ও বিতর্কে জড়ানোর পর নিজ বক্তব্য সমর্থন করে একথা বলেছেন কিংবদন্তী ব্রিটিশ পপ গায়ক এলটন জন। তিনি বলেন, আমি নিজে একজন আবেগপ্রবণ সমকামী ও আমি ধর্মীয় কারণে অনেক হয়রানির শিকার হয়েছি। আমি মানুষকে ক্ষমাও করেছি। তাই আমি যিশুকেও আমার মতো করে ভেবেছি, আমার দৃষ্টিভঙ্গি থেকে দেখেছি। এটা সম্পূর্ণ আমার নিজস্ব ব্যাপার। জন আরো বলেন, আমার এই বক্তব্যে কারো অসন্তুষ্ট হওয়ার কোনো কারণ নেই। আমি তো বলিনি যে যিশু অবশ্যই সমকামী ছিলেন। আমি চাইনা এটা নিয়ে আর কোনো বিতর্ক হোক। মেট্রো উইকলি




৫:০৭ PM
নামহীন
Posted in:
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন