শনিবার, ২৫ জুন, ২০১১

সুন্দরীরা মা হবে কেন?


ঐশ্বরিয়া রাই
সাবেক ‘মিস ওয়ার্ল্ড’ ঐশ্বরিয়া রাই বচ্চনের মা হতে যাওয়ার খবরে ভক্তদের মাঝে আগ্রহের শেষ নেই। শ্বশুর অমিতাভ বচ্চনের ঘনিষ্ঠ জ্যোতিষী ও সংখ্যাতত্ত্ববিদ ভাবিক সাংভির গণনায় সেই আগ্রহে আবার যোগ হয়েছে নতুন মাত্রা। ঐশ্বরিয়া না কি যমজ কন্যার মা হবেন! এসব এখন পুরোনো কথা।
যমজ কন্যার প্রসঙ্গ দূরে থাক, সুন্দরীদের কি ‘মা’ হওয়া মানায়? মনে হতে পারে, এটা কোনো প্রশ্ন হলো? কিন্তু ঐশ্বরিয়ার মা হওয়ার সংবাদে এমন প্রশ্নই তুলেছেন বলিউডের পরিচালক রামগোপাল ভার্মা। প্রশ্নটা শোনে রাগে গজগজও করতে পারেন অনেকে। 
‘আমি সুন্দরীদের পূজা করি। কিন্তু তাঁদের মা হতে দেখলে আমার ঘৃণা হয়। ঐশ্বরিয়ার ক্ষেত্রে আমার আরও বেশি ঘৃণা হচ্ছে। কারণ ও আমার কাছে বিশ্বের সুন্দরীতম নারী’—নিজের ব্লগে এভাবেই লিখেছেন রামগোপাল ভার্মা। এর পরেই অবশ্য তিনি যোগ করেছেন, ‘আমি পৃথিবীর সব সুন্দরীর ভক্ত। ভালোবেসে কোনো জুটিকে সুখী হতে দেখলে আমার দ্বিগুণ আনন্দ হয়।’
অভিষেক বচ্চনকে উদ্দেশ করে রামগোপাল লিখেন, ‘কোনো সুন্দরীর মা হওয়াকে আমি ঘৃণা করি। কিন্তু ও তোমার স্ত্রী বলে আমি অন্যকিছু বলব, অভিননননননন্দন।’ ওয়েবসাইট।
প্রথম আলো

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Design by Wordpress Theme | Bloggerized by Free Blogger Templates | JCPenney Coupons