হলিউড অভিনেত্রী পামেলা অ্যান্ডারসনের জন্য নগ্ন হওয়াটা অবশ্য নতুন কোনো বিষয় নয়। বেশ সাবলীলভাবেই কোনো রকম সংকোচ ছাড়াই তিনি নগ্ন হয়ে যেতে পারেন। তবে এবারের বিষয়টি অনেকটা ভিন্ন। পামেলা তার ঘনিষ্ঠ বন্ধুদের মনোরঞ্জনের জন্য এক প্রাইভেট পার্টিতে নাকি পুরোপুরি নগ্ননৃত্যেই উপহার দিয়েছেন। পামেলার এই নগ্নতা প্রসঙ্গে তার ঘনিষ্ঠ একটি সূত্রের বরাতে জানা গেছে ‘রাত তখন প্রায় শেষের দিকে; হঠাৎ করেই পামেলা সবাইকে ঘিরে নৃত্যের উন্মাদনায় মেতে উঠেছিলেন। বলাই বাহুল্য, সে সময় তার পরনে বিন্দুমাত্র কিছু ছিল না। ঘটনার আকস্মিকতায় উপস্থিত সবাই যারপরনাই অবাক হয়েছিলেন বটে, তবে বেশ মজাও পেয়েছিলেন।’ সূত্রটির বরাতে জানা গেছে, ‘পামেলা ছোট একটি অন্তর্বাস পরেই সবার সামনে উপস্থিত হয়েছিলেন, একটু পরেই তাও খুলে ফেলেছিলেন।’




৬:১৫ PM
নামহীন
Posted in:
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন