সম্প্রতি সুপারমডেল গিসেল বুন্ডচেন মা হয়েছেন। জানা গেছে, তিনি তার প্রথম সন্তানের জন্ম দিয়েছেন বাথটাবে! খবর স্টারপালস এর।
সংবাদমাধ্যমটি জানিয়েছে, ২০০৯ এর ৮ ডিসেম্বর ব্রাজিলিযান এই সুন্দরীর কোলজুড়ে এসেছে এক ফুটফুটে পুত্রসন্তান। গিসেল তার নাম রেখেছেন বেঞ্জামিন।
সংবাদমাধ্যমটির বরাতে আরো জানা গেছে, গিসেল জানিয়েছেন যে, কোনো হাসপাতালে গিয়ে সন্তান প্রসব করেননি তিনি, বরং ব্রাজিলিয়ান টিভি ম্যাগাজিন ফ্যানটাসটিকো তে দেয়া এক সাক্ষাতকারে এই ব্রাজিলিয়ান বিউটি বলেছেন, ‘হাসপাতালে নয়, আমি প্রসব করেছি বাথটাবে।’
সংবাদমাধ্যমটি আরো জানিয়েছে, বেঞ্জামিন গিসেল বুন্ডচেনের ১ম সন্তান। তবে তার স্বামী মার্কিন ফুটবল তারকা টম ব্র্যাডির দ্বিতীয়।
উল্লেখ্য, ব্র্যাডির ১ম সন্তান জ্যাকের মা হচ্ছেন ‘আই রোবট’ খ্যাত অভিনেত্রী ব্রিজিত ময়নাহ্যান।
বিডিনিউজটোয়েন্টিফোরডটকম




৬:০৩ PM
মম
Posted in:
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন