সোমবার, ১৩ জুন, ২০১১

সর্বকালের সেরা বিকিনি কন্যা আন্দ্রেস

সর্বকালের সেরা বিকিনিকন্যা নির্বাচিত হয়েছেন সুইজারল্যান্ডের অভিনেত্রী উসুলা আন্দ্রেস৷ ১৯৬২ সালে জেমস বন্ডের সাড়া জাগানো ‘ড. নো’ ছবিতে সমুদ্রসৈকতে দৃষদ্বিনন্দন বিকিনি পরে অভিনীত একটি দৃশ্যের জন্য এক্ষেত্রে সেরা নির্বাচিত হন তিনি৷ এতে দেখা যায়, সাদা বিকিনি পরা আন্দ্রেস সাগর থেকে উঠে আসছেন৷ তার পেছনে অনেকেই হাঁপাচ্ছেন৷
দ্বিতীয় সেরা বিকিনিকন্যা নির্বাচিত হয়েছেন ‘সদ্বার ওয়ারস সিক্স : রিটার্ন অব দ্য জেডি’ ছবিতে ধাতব বিকিনি পরে অভিনয়কারী ক্যারি ফিসার৷ ‘ডাই অ্যানাদার ডে’ ছবিতে কমলা রংয়ের বিকিনি পরে অভিনয়কারী অস্ট্কার বিজয়ী হ্যালি বেরি হয়েছেন তৃতীয়৷ বেওয়াচে সাঁতারের পোশাকে অভিনয় করা পামেলা এন্ডারসন চতুর্থ এবং পঞ্চম হয়েছেন ‘ওয়ান মিলিয়ন ইয়ার্স বিসি’ ছবিতে বিকিনি পরে অভিনয়ের জন্য র্যাকুয়েল ওয়েলস৷ খবর জিনিউজ অনলাইনের৷

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Design by Wordpress Theme | Bloggerized by Free Blogger Templates | JCPenney Coupons