রবিবার, ২৬ জুন, ২০১১

বিচেছদ ও ঘটা করে হয়!!!


বিবাহবিচ্ছেদের অনুষ্ঠানে ইউয়ান লি
ঘরভর্তি মেহমান। চারিদিকে হই-হুল্লোড়, খুনসুটি। নানা পদের খাওয়া-দাওয়া বিয়ে মানেই এ রকম রঙিন উৎসব। কিন্তু বিবাহবিচ্ছেদও এমন ধুমধাম ও বর্ণিল করে হয়, সেটি শুনলে ভ্রু কুঁচকে যাওয়ার কথা। অথচ সেই কাজটিই করেছেন চীনা রমণী ইউয়ান লি।
লি তাঁর ২৭ বছরের দাম্পত্য জীবনের অবসান ঘটান ১৯ জুন। বিয়ের মতোই মহা সমারোহে তিনি তাঁর স্বামীকে এ দিন তালাক দেন। 
ঘটনাটি ঘটেছে চীনের উত্তরাঞ্চলীয় প্রদেশ শানঝির রাজধানী তাইউয়ানে। ঘটনার দিন লি ও তাঁর তিন সন্তানকে একটি বিলাসবহুল গাড়িতে করে তাঁদের অ্যাপার্টমেন্ট থেকে লির বাবার বাড়িতে নিয়ে যাওয়া হয়, ঠিক যেভাবে ২৭ বছর আগে লির স্বামী তাঁকে তাঁর বাবার বাড়ি থেকে গাড়িতে করে নিয়ে গিয়েছিলেন। 
তাইউয়ানের একটি হোটেলে এ বিবাহবিচ্ছেদ অনুষ্ঠানের আয়োজন করেন লি। সেখানে উপস্থিত অতিথিদের ধন্যবাদ জানিয়ে বলেন, ‘ঘটা করে বিবাহবিচ্ছেদ করতে পেরে আমি খুশি। এর মাধ্যমে অতীতকে বিসর্জন দিলাম। সন্তানদের নিয়ে আমি সুখে-শান্তিতে থাকতে চাই।’
এরপর অনুষ্ঠানের উপস্থাপক বিয়ের শপথের মতো লিকে বিবাহবিচ্ছেদেরও একটা শপথবাক্য পড়ান। শপথ নেওয়ার পর লি তাঁর বিয়ের একটি ছবি ভেঙে ফেলেন। এরপর বিয়ের আংটিটাও একটা ছোট পানির ট্যাঙ্কিতে ফেলে দেন। অরেঞ্জ অনলাইন।
প্রথম আলো

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Design by Wordpress Theme | Bloggerized by Free Blogger Templates | JCPenney Coupons