সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলার জামতৈল ইউনিয়নের চরবড়ধুল গ্রামের জামাল উদ্দিনের কন্যা সুখিতন খাতুন (১২) কিশোরী থেকে কিশোরে পরিণত হয়েছে। এখন তার নাম রাখা হয়েছে জাহিদুল ইসলাম। এ ঘটনা জানাজানি হবার পর শত শত মানুষ জাহিদুলকে দেখার জন্য ভিড় জমাচ্ছে তার বাড়িতে।
পরিবার সূত্রে জানা যায়, কিছুদিন পূর্বে সুখিতন স্বপ্নে দেখে একজন মানুষ তাকে বলছে তুই খুব শীঘ্রই পুরুষ হবি। এর পর থেকে সুখিতন নিজের শরীরের পরিবর্তন বুঝতে পেরে বিষয়টি তার বাবা-মাকে জানায়। সুখিতনের শারীরিক পরিবর্তনের কথা তার মা বাবা স্বীকার করেন। সরেজমিনে গিয়ে দেখা যায় সুখিতনের চেহারা, শরীর ও কণ্ঠের কিছুটা পরিবর্তন হয়েছে।
সুখিতনের মা রহিমা বেগম বলেন, মেয়ের শারীরিক ও কথার পরিবর্তন দেখে আমরা চিন্তিত হয়ে বিষয়টি প্রথমে গোপন রাখার চেষ্টা করি কিন্তু সোমবার থেকে জাহিদুলকে এক নজর দেখতে দূরদূরান্ত থেকে শত শত নারী-পুরুষ আমার বাড়িতে ভিড় করছে। সুখিতন বড়ধুল দাখিল মাদ্রাসার ২০১০ সনে তৃতীয় শ্রেণীর ছাত্রী ছিল বলে মাদ্রাসার অধ্যক্ষ জানান।
শীর্ষ নিউজ



৪:২৭ PM
মম

Posted in:
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন