অনেকেই আছেন যারা উত্তেজিত হয়ে পড়লে, হাতের কাছে যা পান, সেটাই ভেঙে ফেলতে চান। আবার অনেকেই রাগ কমাতেই যেন বেছে নেন জিনিস ভাঙচুরের পদ্ধতি। যদিও তা স্বাভাবিকতার পর্যায়ে পড়ে না। তবে, এবার আর জিনিসপত্র ভাঙতে আপনাকে রাগের সাহায্য নিতে হবে না। কারণ, যুক্তরাষ্ট্রের একটি ক্লাব তার সদস্যদের জন্য একেবারেই নতুন ও ভিন্নধর্মী একটি উদ্যোগ নিয়েছে। মুম্বই মিরর জানিয়েছে, ক্লাবটিতে যোগদানকারী সদস্যরা পছন্দমাফিক যে কোন হাতিয়ার বেছে নিয়ে ইচ্ছামতো ভাঙচুর করতে পারবেন।
নিউ জার্সিতে অবস্থিত ওই ক্লাবটির ঠিকানা গোপন রাখা হয়েছে। ক্লাবটির সদস্যদেরকে ইচ্ছামাফিক ধ্বংসযজ্ঞ চালানোর জন্য বিভিন্ন বস্তুর একটি তালিকা দেয়া হবে।
সে তালিকায় রয়েছে আসবাবপত্র, টেলিভিশন, গিটার, ফ্যাক্স মেশিন, মোটরসাইকেল, ল্যাপটপ ও মাটির তৈরি বিভিন্ন পাত্র। এখান থেকে সদস্যরা যতগুলো খুশি, ততগুলো বস্তু নির্বাচন করতে পারবেন। হাতিয়ারের তালিকায় রয়েছে- বেসবল, খেলার ব্যাট, গলফ খেলার ক্লাব, ক্ষুরধার কুড়াল, স্লেজহ্যাম্যার বা বিশালাকার হাতুড়ি, তরবারি ও কাঠ কাটার মেশিন চেইনস। তবে, ধনী খদ্দেররা বিশেষ কোন বস্তুর জন্যও অনুরোধ করতে পারবেন।তারা নিজের খরচেই কেনা গাড়ি বা পিয়ানো নিয়ে আসতে পারবেন। এরপর ক্লাবটির পোশাক পরিধানের কক্ষ ও ছাদে গিয়েও ধ্বংসযজ্ঞ চালানোর অনুমতি দেয়া হবে। আর যে সব বস্তু তার থাকবে, তার মূল্যও নির্ধারণ করে দিয়েছে এ ক্লাবটি। ১০ ডলারের থালার সেট থেকে শুরু করে, ২ হাজার ডলারের পিয়ানো ও ১ লাখ ডলারের বেশি মূল্যের গাড়িও ভাঙা যাবে সেখানে।




১০:৩৬ PM
মম
Posted in:
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন