যুক্তরাজ্যের ওয়েলসে অবস্থিত স্নোদনিয়া পর্বতের উচ্চতা তিন হাজার ৫৬০ ফুট। বলা হয়ে থাকে, এটিই হচ্ছে ওয়েলসের সর্বোচ্চ পর্বত। এই পর্বতেরই তিন হাজার ফুট উচ্চতায় উঠে আটকে পড়েন এক দম্পতি। কোনো উপায় না পেয়ে বাঁচার শেষ অবলম্বন হিসেবে তাঁরা হাতের মোবাইলকে বেছে নেন। মোবাইল ক্যামেরায় আটকে পড়া স্থানের এবং আশপাশের ছবি তুলে স্থানীয় উদ্ধার কর্মকর্তাদের কাছে পাঠিয়ে দেন। পাঠানো ছবির মাধ্যমে নিজেদের অবস্থানের কথাও জানিয়ে দেন তাঁরা। এর পরই শুরু হয় উদ্ধার অভিযান। পরে উদ্ধারকর্মীরা হেলিকপ্টার থেকে দড়ি ফেলে তাঁদের উদ্ধার করেন। বিবিসি অনলাইনের এক সংবাদে এ তথ্য জানানো হয়েছে।
উদ্ধারকারী কর্মকর্তাদের মুখপাত্র ক্রিস লয়েড বলেন, ‘আটকে থাকা অভিযাত্রীদের কাছ থেকে ছবি পাওয়া মাত্রই আমাদের কর্মকাণ্ড শুরু হয়। মোবাইলের মাধ্যমে ছবি পাঠিয়ে তাঁরা সত্যিকার অর্থেই বিচক্ষণতার পরিচয় দিয়েছেন। আর আমরাও খুব সহজে আমরা তাঁদের উদ্ধার করতে পেরেছি।’




৬:০৩ PM
মম

Posted in:
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন