বৃহস্পতিবার, ২৮ জুলাই, ২০১১

 বাবা রামদেবকে বিয়ে করতে চান রাখি

রাখি সাওয়ান্ত রাখি সাওয়ান্ত
উদ্ভট সব কর্মকাণ্ডের জন্য বলিউডে রাখি সাওয়ান্ত একটু অন্যভাবেই পরিচিত। মনোযোগ আকর্ষণে বিতর্কিত কিছু করতেও দ্বিধা নেই তাঁর। মূলত বলিউডি ছবিতে পার্শ্বচরিত্রে তাঁর বিচরণ হলেও স্যাটেলাইট টিভিগুলোয় বিভিন্ন রিয়েলিটি শো ও অনুষ্ঠান উপস্থাপনায় তিনি নিজের দক্ষতা প্রমাণ করেছেন। একই সঙ্গে আইটেম গার্ল হিসেবেও তৈরি করেছেন আলাদা একটা পরিচিতি। তবে এবার তিনি আলোচনার জন্ম দিয়েছেন ‘যোগগুরু’ বাবা রামদেবকে বিয়ে করার ইচ্ছা পোষণ করে।
সম্প্রতি তিনি সাংবাদিকদের মুখোমুখি হয়েছিলেন নিজের রিয়েলিটি শো ‘গজব দেশ কি আজব কাহানিয়া’র প্রচার উপলক্ষে। সেখানে তিনি সাংবাদিকদের সামনেই নাকি সরাসরি বাবা রামদেবের প্রেমে পড়ার কথা স্বীকার করেছেন। সাংবাদিকেরা রাখির মুখে এ কথা শুনে যখন জিজ্ঞেস করেন, কবে বিয়ে করছেন? ঠিক তখনই রাখি বলেছেন, ‘বাবা রামদেব হ্যাঁ বললেই তাঁকে বিয়ে করব।’
রাখি বলেন, ‘বাবা রামদেবকে যখন দেখেছি, তখন থেকেই তাঁর প্রেমে পড়ে গেছি। আর তাঁকে যখন ইয়োগা করতে দেখেছি, তখন মন্ত্রমুগ্ধের মতো চেয়ে থেকেছি। বারবারই তাঁর চেহারা আমার চোখে ভাসতে থাকে।
শুধু বাবা রামদেবকেই নয়, রাখি এর আগে রাহুল গান্ধীকেও বিয়ে করার ইচ্ছে পোষণ করেছিলেন। কিন্তু এখন রাহুলের চেয়ে রামদেবই নাকি তাঁর বেশি পছন্দের। এ কথা রাখি স্বীকার করেছেন বেশ অকপটেই। টাইমস অব ইন্ডিয়া।
প্রথম আলো

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Design by Wordpress Theme | Bloggerized by Free Blogger Templates | JCPenney Coupons