রাখি সাওয়ান্তসম্প্রতি তিনি সাংবাদিকদের মুখোমুখি হয়েছিলেন নিজের রিয়েলিটি শো ‘গজব দেশ কি আজব কাহানিয়া’র প্রচার উপলক্ষে। সেখানে তিনি সাংবাদিকদের সামনেই নাকি সরাসরি বাবা রামদেবের প্রেমে পড়ার কথা স্বীকার করেছেন। সাংবাদিকেরা রাখির মুখে এ কথা শুনে যখন জিজ্ঞেস করেন, কবে বিয়ে করছেন? ঠিক তখনই রাখি বলেছেন, ‘বাবা রামদেব হ্যাঁ বললেই তাঁকে বিয়ে করব।’
রাখি বলেন, ‘বাবা রামদেবকে যখন দেখেছি, তখন থেকেই তাঁর প্রেমে পড়ে গেছি। আর তাঁকে যখন ইয়োগা করতে দেখেছি, তখন মন্ত্রমুগ্ধের মতো চেয়ে থেকেছি। বারবারই তাঁর চেহারা আমার চোখে ভাসতে থাকে।
শুধু বাবা রামদেবকেই নয়, রাখি এর আগে রাহুল গান্ধীকেও বিয়ে করার ইচ্ছে পোষণ করেছিলেন। কিন্তু এখন রাহুলের চেয়ে রামদেবই নাকি তাঁর বেশি পছন্দের। এ কথা রাখি স্বীকার করেছেন বেশ অকপটেই। টাইমস অব ইন্ডিয়া।
প্রথম আলো




২:৩১ PM
Akashnill
Posted in:
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন