সম্প্রতি নিউ ইয়র্কের একটি অ্যাপল স্টোর পরিদর্শন করার সুযোগ মিলেছে এক ছাগলের। মার্কিন কমেডিয়ান মার্ক ম্যালকফ তার আইফোনটি মেরামত করানোর সময় সঙ্গে একটি ছাগল নিয়ে অ্যাপল স্টোরে হাজির হয়েছিলেন। খবর সিএনএন-এর।সংবাদমাধ্যমটি জানিয়েছে, অ্যাপল ভ্যারাইটি স্টোর দেখতে যাওয়ার সময় সঙ্গে ছাগল নিয়ে যাওয়ার বিষয়টি বৈধ কিনা সেটি দেখতেই সঙ্গে ছাগল নিয়ে হাজির হয়েছিলেন তিনি। নিউ ইয়র্কের ‘অ্যাপল স্টোর চ্যালেঞ্জ’ নামে অ্যাপলের খুচরা দোকানগুলোর কাস্টমার সার্ভিসের লোকজন নাকি কোনোকিছুতেই বিরক্ত হন না! যে কেউ ইচ্ছামতো এখানে সময় কাটাতে পারে।
জানা গেছে, অ্যাপল স্টোরে যতোক্ষণ লাইনে দাঁড়াতে হয় ততোক্ষণ গ্রাহক যা খুশি তাই করতে পারেন। আর এ সুযোগটি নিয়ে ম্যালকফ তার ছাগলটিকে অ্যাপল স্টোর দেখিয়ে এনেছেন।
সংবাদমাধ্যমটি জানিয়েছে, ম্যালকফ যতোক্ষণ না তার আইফোনটি সারা হয়েছে ততোক্ষণ ছাগলটিসহ অপেক্ষা করেছেন, এমনকি সেখানে বসে পিৎজাও খেয়েছেন। আর এ দৃশ্যগুলোর ভিডিও তিনি ইউটিউবে পোস্ট করেছেন।
এদিকে ম্যালকফ একটি টুইটে বলেছেন, যুক্তরাষ্ট্রের প্রতিটি ইলেকট্রনিক দোকানে যতোদিন ছাগলের প্রবেশাধিকার নিশ্চিত করা না হবে ততোদিন তিনি আর থামছেন না।
অবশ্য এ বিষয়ে অ্যাপল কর্তৃপক্ষ এখনও কোনো মন্তব্য করেনি।
বিডিনিউজটোয়েন্টিফোরডটকম




১:৪৯ PM
Akashnill
Posted in:
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন