শনিবার, ২ জুলাই, ২০১১

ম্যাডোনাকে নিয়ে কমিক বই

মার্কিন ফার্স্ট লেডি মিশেল ওবামা, রাজনীতিবিদ সারাহ পলিন এবং বৃটেনের সাবেক প্রধানমন্ত্রী মার্গারেট থ্যাচারের পর এবারে পপ সম্রাজ্ঞী ম্যাডোনার জীবনকাহিনী অবলম্বনে কমিক বই প্রকাশিত হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্রে। জানা গেছে, ৩২ পৃষ্ঠার এই কমিক বইটি প্রকাশ করবে ব্লুওয়াটার প্রোডাকশনস। খবর বিবিসি’র। 

সংবাদমাধ্যমটি জানিয়েছে, ফিমেল ফোর্স কমিকস সিরিজের অংশ হিসেবেই ম্যাডোনাকে নিয়ে কমিক বই প্রকাশের পরিকল্পনা করেছে ব্লুওয়াটার। বইটিতে স্থান পাবে ম্যাডোনার জীবনের স্মরণীয় কিছু মুহূর্ত। 

এ প্রসঙ্গে প্রকাশনা সংস্থাটির মুখপাত্র জেসন স্কাল্টজ বলেছেন, ‘ম্যাডোনা কীভাবে জীবন্ত কিংবদন্তীতে পরিণত হলেন তারই বর্ণনা থাকবে এই বইটিতে। এখনো তিনি কীভাবে নিজের তুমুল জনপ্রিয়তাকে ধরে রেখেছেন তাও বলা হবে বইটির মাধ্যমে।’

জানা গেছে, ম্যাডোনাকে নিয়ে বিশেষ এই বইটি লিখেছেন সিডব্লিউ কুক। আর বইটির জন্য ছবি আঁকবেন মাইকেল জনসন।
 


বিডিনিউজটোয়েন্টিফোরডটক

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Design by Wordpress Theme | Bloggerized by Free Blogger Templates | JCPenney Coupons