মঙ্গলবার, ২৬ জুলাই, ২০১১

নিলামে উঠছে প্রিসলির 'অশোভন' ভিডিও ফুটেজ

এবার নিলামে উঠছে ‘কিং অফ রক এন’ রোল’খ্যাত মার্কিন গায়ক ও অভিনেতা এলভিস প্রিসলির ‘অশোভন’ ভিডিও ফুটেজ। জানা গেছে, পঞ্চাশের দশকে ধারণকৃত এই ফুটেজ এর আগে কখনোই দেখার সুযোগ হয়নি বিশ্ববাসীর। ধারণা করা হচ্ছে নিলামে এর মূল্য ১০ হাজার পাউন্ড ছাড়িয়ে যাবে। আগামি মাসেই এই ভিডিও ফুটেজ নিলামে তোলা হবে। খবর টাইমস অফ ইন্ডিয়ার।

সংবাদমাধ্যমটি জানিয়েছে, ১৯৬১ সালে মাত্র আড়াই পাউন্ড খরচ করে এই ফুটেজ সংগ্রহ করেছিলেন প্রিসলি ভক্ত বিলস এলিস। সে সময় মঞ্চে অশোভন ভঙ্গিতে পারফর্মেন্সের অভিযোগ উঠেছিলো প্রিসলির বিরুদ্ধে। শিকাগো পুলিশ ডিপার্টমেন্ট বিষয়টির তদন্তও শুরু করেছিলো। জানা গেছে, নিলামে উঠতে যাওয়া এই ফুটেজে প্রিসলিকে অশোভন ভঙ্গিতে মঞ্চে দেখা গেছে।

ফুটেজে দেখা গেছে, প্রিসলি তার বিখ্যাত সোনালী রংয়ের স্যুট পরে মঞ্চে ‘বেবি, লেটস প্লে হাউস’ গানটি গাইছেন। কোমর দুলিয়ে অশোভন ভঙ্গিতে নাচতেও দেখা গেছে তাকে।




বিডিনিউজটোয়েন্টিফোরডটকম

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Design by Wordpress Theme | Bloggerized by Free Blogger Templates | JCPenney Coupons