এমি ওয়াইনহাউসের মৃত্যুরহস্য এখন পর্যন্ত উদঘাটিত না হলেও তার কাছের বন্ধুরা দাবী করেছেন, এক্সট্যাসি ট্যাবলেটই কেড়ে নিয়েছে তার জীবন। তাদের ধারণা, অ্যালকোহলের সঙ্গে এক্সট্যাসি ট্যাবলেট মিশিয়ে মাত্রারিক্ত সেবণ করাতেই মাত্র ২৭ বছর বয়সে পৃথিবীর মায়া কাটিয়ে চলে গেছেন এমি। খবর এনডিটিভি’র। সংবাদমাধ্যমটি জানিয়েছে, এ প্রসঙ্গে এমির ঘনিষ্ঠ এক বন্ধু বলেছেন, ‘মৃত্যুর ৭দিন আগে থেকেই প্রচুর পরিমাণে মাদক নিচ্ছিলেন এমি। অনেকেই বলাবলি করছিলেন, এবার সত্যি সত্যিই মাদক তার জীবনকে শেষ করে দেবে। অ্যালকোহল বা কোকেইন তার শরীর সহ্য করে নিয়েছিলো। কিন্তু অতিমাত্রায় এক্সট্যাসি ট্যাবলেট তার শরীর গ্রহণ করেনি। সম্ভবত এটাই তার মৃত্যুর কারণ।’
এমটিভির প্রযোজক ড্যানি প্যান্থাকিও এমির মৃত্যু সম্পর্কে একইরকম ধারণা দিয়েছেন। তার ভাষ্য, ‘আমার বান্ধবীর বয়ফ্রেন্ড একজন পুলিশ অফিসার। এমির মৃতদেহ উদ্ধারের সময় ঘটনাস্থলে উপস্থিত ছিলেন তিনি। তিনি জানিয়েছেন, এক্সট্যাসি ওভারডোজেই এমির মৃত্যু হয়েছে।’
অবশ্য এমির মৃত্যুর কারণ সম্পর্কে এখন পর্যন্ত মুখ খোলেনি পুলিশ। তার পোস্টমর্টেম সম্পন্ন হলেও, এর ফলাফল পেতে আরো সপ্তাহ চারেক সময় লাগবে।
এদিকে জানা গেছে, এমির শেষকৃত্য সম্পন্ন হচ্ছে ২৬ জুলাই মঙ্গলবার। পারিবারিকভাবেই তাকে চিরনিদ্রায় শায়িত করা হবে বলেই নিশ্চিত করেছেন তার পরিবারের এক সদস্য। অবশ্য কোথায় এবং কখন তার শেষকৃত্য সম্পন্ন হবে সে ব্যাপারে বিস্তারিত কিছু জানানো হয়নি।
উল্লেখ্য, ২৩ জুলাই শনিবার বিকেলে এমি ওয়াইনহাউসের বাড়ি থেকে উদ্ধার করা হয় তার মরদেহ।
বিডিনিউজটোয়েন্টিফোরডটকম




৭:০৩ PM
মম
Posted in:
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন