সিরাজগঞ্জের উল্লাপাড়ায় পূর্ণিমা ধর্ষণ মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি আলতাফ হোসেনকে (২৯) পুলিশ গতকাল সোমবার রাতে গ্রেপ্তার করেছে। তাঁকে উল্লাপাড়ার অলীপুর গ্রামের চাঁদ মিয়ার (আলতাফ খান) বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়। তিনি উল্লাপাড়ার পূর্বদেলুয়া গ্রামের লাল চাঁদের ছেলে।
উল্লাপাড়া থানার উপপরিদর্শক (এসআই) আবদুল বারিক বিষয়টি নিশ্চিত করে বলেন, আলতাফ ২০০১ সালে মামলা দায়েরের পর থেকে পলাতক ছিলেন।
প্রসঙ্গত, গত মে মাসে সিরাজগঞ্জের নারী ও শিশু নির্যাতন দমন বিশেষ ট্রাইব্যুনাল পূর্ণিমা ধর্ষণ মামলায় ছয়জনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়ে রায় দেন। এঁদের দুজন জেলে আটক ছিলেন। আলতাফ গ্রেপ্তার হওয়ায় এ মামলায় সাজাপ্রাপ্ত মোট তিনজন আসামি বর্তমানে আটক হলেন।প্রথম আলো




৩:১২ PM
Akashnill
Posted in:
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন