মঙ্গলবার, ২৬ জুলাই, ২০১১

যৌন হয়রানির অভিযোগে শিক্ষককে অব্যাহতি

পটুয়াখালীর গলাচিপা উদয়ন মাধ্যমিক বিদ্যালয়ের এক শিক্ষকের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ উঠেছে। ওই বিদ্যালয়ের অষ্টম শ্রেণীর পাঁচজন ছাত্রী এ ব্যাপারে বিদ্যালয়ের প্রধান শিক্ষকের কাছে লিখিত অভিযোগ করেছে। অভিযোগের পরিপ্রেক্ষিতে ওই শিক্ষককে দ্বিতীয় সাময়িক পরীক্ষার চলতি দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।
আজ মঙ্গলবার গলাচিপা উদয়ন মাধ্যমিক বিদ্যালয়ের অষ্টম শ্রেণীর পাঁচজন ছাত্রী বিদ্যালয়ের জ্যেষ্ঠ সহকারী শিক্ষক মো. মিজানুর রহমানের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগে প্রধান শিক্ষকের কাছে লিখিত অভিযোগ করে। ওই অভিযোগে বলা হয়, মো. মিজানুর রহমান অষ্টম শ্রেণীর বাংলা দ্বিতীয় পত্র পড়ান। শ্রেণীকক্ষে তাঁর আচরণে সহপাঠীদের সামনে ছাত্রীদের বিব্রতকর অবস্থায় পড়তে হয়।
অভিযোগকারী ছাত্রীরা ওই ঘটনার ন্যায়বিচার ও শিক্ষক মিজানুর রহমানের হাত থেকে রেহাই পেতে প্রধান শিক্ষকের কাছে লিখিত অভিযোগ করেছে। অভিযোগের অনুলিপি গলাচিপা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এবং উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তাকে দেওয়া হয়েছে।
এ ব্যাপারে জানতে চাইলে বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. ইসমাইল মিয়া মুঠোফোনে প্রথম আলোকে বলেন, ‘শিক্ষক মো. মিজানুর রহমানের বিরুদ্ধে ছাত্রীদের লিখিত অভিযোগ পেয়েছি। এর পরিপ্রেক্ষিতে নোটিশ করে আজ থেকে তাঁকে চলতি দ্বিতীয় সাময়িক পরীক্ষার দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। আগামীকাল বুধবার বিদ্যালয়ের পরিচালনা পরিষদের জরুরি সভা ডাকা হয়েছে। ওই সভায় মিজানুর রহমানের ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া হবে।’
গলাচিপা উপজেলা নির্বাহী কর্মকর্তা লস্কার তাজুল ইসলাম প্রথম আলোকে বলেন, ‘আমি ছাত্রীদের লিখিত অভিযোগ পেয়েছি। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়ার জন্য গলাচিপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে নির্দেশ দেওয়া হয়েছে।’
গলাচিপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এসএম জিয়াউল হক বলেন, ‘উপজেলা নির্বাহী কর্মকর্তার দেওয়া তথ্যের ভিত্তিতে একজন উপপরিদর্শককে (এসআই) এ ব্যাপারে খোঁজ-খবর নিয়ে ব্যবস্থা নেওয়ার জন্য দায়িত্ব দেওয়া হয়েছে।’
অভিযোগ প্রসঙ্গে মো। মিজানুর রহমান বলেন, ‘বিদ্যালয়ের অভ্যন্তরীণ কোন্দলের জের ধরে কয়েকজন শিক্ষক ষড়যন্ত্র করে আমাকে হেয় করার জন্য এ ঘটনা সাজিয়েছে। প্রথম আলো

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Design by Wordpress Theme | Bloggerized by Free Blogger Templates | JCPenney Coupons