রবিবার, ১৭ জুলাই, ২০১১

নবাবগঞ্জে পাটখেত থেকে স্কুলছাত্রের লাশ উদ্ধার

ঢাকার নবাবগঞ্জ উপজেলার হরিশকুল গ্রামে পাটখেত থেকে সাধন দাস নামের এক স্কুলছাত্রের গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ রোববার সকালে লাশ উদ্ধার করা হয়। সাধন হরিশকুল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণীর ছাত্র।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, গতকাল শনিবার বিকেল পাঁচটায় সাধন একটি দামি মোবাইল সেট নিয়ে বাড়ি থেকে বের হয়। কিন্তু রাতে বাসায় না ফেরায় পরিবারের লোকজন তাকে খুঁজতে থাকে। আজ সকাল ১০টায় সাধনের মা বাড়ির কাছের পাটখেতে সাধনের গলাকাটা লাশ দেখতে পেয়ে চিৎকার করতে থাকেন। পরে আশপাশের লোকজন পুলিশকে খবর দেন। পুলিশ ঘটনাস্থল থেকে লাশটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য মিটফোর্ড হাসপাতালে পাঠায়।
সাধনের মা করুণা দাস অভিযোগ করেন, মোবাইল সেট ছিনতাই করতে দুষ্কৃতকারীরা তার ছেলেকে পরিকল্পিতভাবে হত্যা করেছে। তিনি হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন।
নবাবগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) মোস্তাফিজুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, হত্যাকাণ্ডটি পরিকল্পিত বলে ধারণা করা হচ্ছে। এ ব্যাপারে নবাবগঞ্জ থানায় মামলার প্রস্তুতি চলছে।
 প্রথম আলো

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Design by Wordpress Theme | Bloggerized by Free Blogger Templates | JCPenney Coupons