রবিবার, ১৭ জুলাই, ২০১১

সালিসি বৈঠকে পিটিয়ে হত্যার অভিযোগ, গ্রেপ্তার ১

ফেনীর সোনাগাজী উপজেলার পশ্চিম আহম্মদপুর গ্রামে গতকাল শনিবার রাতে সালিসি বৈঠকে আবদুল হক (৬০) নামের একজনকে পিটিয়ে হত্যার অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় পুলিশ নূরনবী ওরফে মিস্টার নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে।
পুলিশ ও এলাকাবাসী জানান, আবদুল হক ও তাঁর পুত্রবধূর মধ্যে পারিবারিক কলহের ঘটনা নিয়ে গতকাল রাত আটটার দিকে এক সালিসি বৈঠক বসে। বৈঠকে পুত্রবধূর অপরাধ হয়েছে—এমন সিদ্ধান্ত দিয়ে বউকে শ্বশুরের কাছে ক্ষমা চাইতে বলা হয়। এ সময় শ্বশুর আবদুল হক ক্ষোভ প্রকাশ করে বলেন, ‘আর কতবার মাফ করা হবে? বার বার মাফ করা হবে, আর বার বার সে ঘরের সবাইকে অপমানিত করবে।’
আবদুল হকের কথা শেষ না হতেই সালিসকারীদের মধ্যে নূরনবী ওরফে মিস্টার এবং গিয়াস উদ্দিন উত্তেজিত হয়ে ওঠেন। তাঁরা আবদুল হককে সালিসকারীদের কথার ওপর কথা বলার অপরাধে এলোপাতাড়ি কিলঘুষি ও লাথি মারেন। একপর্যায়ে আবদুল হক অচেতন হয়ে পড়েন এবং ঘটনাস্থলেই মারা যান।
এলাকাবাসী নূরনবীকে ধোলাই দিয়ে পুলিশে সোপর্দ করেন।
এ ঘটনায় আবদুল হকের ছেলে আবু সুফিয়ান বাদী হয়ে নূরনবী এবং গিয়াস উদ্দিনকে আসামি করে সোনাগাজী থানায় একটি মামলা করেছেন।
সোনাগাজী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. খুরশিদ আলম সালিস বৈঠকে একজনকে পিটিয়ে হত্যা, লাশ উদ্ধার ও থানায় মামলা দায়েরের সত্যতা নিশ্চিত করেছেন।
 প্রথম আলো

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Design by Wordpress Theme | Bloggerized by Free Blogger Templates | JCPenney Coupons