মঙ্গলবার, ২৬ জুলাই, ২০১১

স্ত্রীকে উত্ত্যক্তের প্রতিবাদ করায় যুবক খুন

কুমিল্লায় স্ত্রীকে উত্ত্যক্ত করার প্রতিবাদ জানাতে গিয়ে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে খুন হয়েছেন নুরুল ইসলাম ওরফে আপেল (২৩)। গতকাল সোমবার দুপুরে কুমিল্লা সরকারি কলেজ ক্যাম্পাসে এ ঘটনা ঘটে।
নিহত আপেল কুমিল্লা শহরের ছোটরা এলাকার মৃত তাজুল ইসলামের ছেলে। তিনি শহরের কান্দিরপাড় সাত্তার খান শপিং মলের একটি দোকানের কর্মচারী ছিলেন।
প্রত্যক্ষদর্শী ও কলেজের শিক্ষার্থীরা জানান, আপেলের স্ত্রী আয়েশা আক্তার কলেজের একাদশ শ্রেণীর ব্যবসায় শাখার ছাত্রী। কয়েকজন বখাটে কিছুদিন ধরে আয়েশাকে উত্ত্যক্ত করে আসছে। এর প্রতিবাদ জানাতে গিয়ে গতকাল দুপুর সাড়ে ১২টার দিকে আপেল তাঁর দুই সহযোগীকে নিয়ে কলেজে আসেন। এ সময় বাগিচাগাঁও এলাকার একদল যুবক আপেলকে কলেজের প্রধান ফটকের ভেতরে আটকিয়ে বুকে ছুরিকাঘাত করে। কুমিল্লা জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎ সক আপেলকে মৃত ঘোষণা করেন।
নিহতের বোন লিপি আক্তার বলেন, ব্যক্তিগত আক্রোশ থেকেই তাঁর ভাইকে খুন করা হতে পারে। তিনি এ হত্যার বিচার দাবি করেন।
নিহতের চাচাতো ভাই আবদুল মোমেন জানান, দুই মাস আগে আপেল আয়েশাকে বিয়ে করেন।
এ ঘটনায় নিহতের বোন লিপি আক্তার কুমিল্লার কোতোয়ালি মডেল থানায় একটি হত্যা মামলা করেছেন। কুমিল্লার সহকারী পুলিশ সুপার (সদর সার্কেল) মোহাম্মদ ইলতুৎ মিশ বলেন, আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।
বখাটের হামলায় মা-মেয়েসহ আহত ৫: যশোর অফিস জানায়, যশোর সদর উপজেলার কাশিমপুর ইউনিয়নের ডহেরপাড়া গ্রামে গতকাল এক বখাটে ও তার সহযোগীদের হামলায় মা-মেয়ে এবং তাঁদের প্রতিবেশী তিন নারী আহত হয়েছে। আহত ব্যক্তিদের যশোরে ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
প্রত্যক্ষদর্শী ও পুলিশের ভাষ্যমতে, গ্রামের দশম শ্রেণীর এক ছাত্রী গতকাল সকালে প্রাইভেট পড়ানোর উদ্দেশ্যে বাড়ি থেকে বের হয়। এ সময় একই গ্রামের আকিদুল ইসলাম ওরফে আকিসহ চার যুবক তার পথ রোধ করে তাকে টানাহেঁচড়া শুরু করে। একপর্যায়ে বখাটেরা ধারালো অস্ত্র দিয়ে মেয়েটির বাঁ হাতে আঘাত করে। মেয়েটির চিৎ কারে তার মাসহ প্রতিবেশী তিন নারী এগিয়ে আসেন। বখাটেরা রড দিয়ে তাদের পেটায়।
এ ব্যাপারে কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এমদাদুল হক শেখ প্রথম আলোকে বলেন, এ পুলিশের একটি দল ঘটনাস্থলে গিয়েছিল। প্রাথমিকভাবে জানা গেছে, আকি নামের ওই যুবক মেয়েটিকে উত্ত্যক্ত করত।

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Design by Wordpress Theme | Bloggerized by Free Blogger Templates | JCPenney Coupons