শনিবার, ২ জুলাই, ২০১১

পিরোজপুরে মাটি খুঁড়ে ২২১ ভরি স্বর্ণালংকার উদ্ধার

রাজধানীর বনানীতে নিউ হীরা জুয়েলার্স থেকে লুণ্ঠিত আরও ২২১ ভরি স্বর্ণালংকার উদ্ধার করেছে র‌্যাব। ওই ডাকাতির ঘটনায় গ্রেপ্তার হওয়া ইয়াকুব আলী মালের পিরোজপুরের গ্রামের বাড়িতে গত বৃহস্পতিবার মাটি খুঁড়ে এসব স্বর্ণালংকার উদ্ধার করা হয়।
ডাকাতির মালামাল লুকিয়ে রাখার অভিযোগে ইয়াকুবের ভাই ইয়াছিন মাল (২২), বোন খাদিজা (২৪) এবং মা মমতাজ বেগমকে (৫৫) গ্রেপ্তার করা হয়। এ নিয়ে নিউ হীরা জুয়েলার্সে ডাকাতির ঘটনায় র‌্যাব ও ডিবি ১৩ জনকে গ্রেপ্তার এবং ৩৪১ ভরি স্বর্ণালংকার উদ্ধার করল। এর মধ্যে র‌্যাব উদ্ধার করেছে ২৯১ ভরি।
র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব) জানায়, পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলার টিকিকাটা ইউনিয়নের ভেচকী গ্রামে ডাকাত ইয়াকুব মালের বাড়িতে গত বৃহস্পতিবার দিনভর যৌথভাবে অভিযান চালায় র‌্যাব-১ ও র‌্যাব-৮। অভিযান তদারককারী র‌্যাব-১-এর মেজর মোসতাক আহমেদ জানান, ইয়াকুবদের বসতবাড়ির পাশের একটি পুকুরপাড়ে গাবগাছ ও রেইনট্রি গাছের তলায় দুটি মাটির হাঁড়িতে পলিথিনে মুড়িয়ে ২২১ ভরি স্বর্ণালংকার পুঁতে রাখা হয়েছিল। ইয়াকুবের স্বজনদের কাছ থেকে তথ্য নিয়ে মাটি খুঁড়ে সেগুলো উদ্ধার করা হয়।
র‌্যাব জানায়, পিরোজপুর থেকে বৃহস্পতিবার গ্রেপ্তার করা তিনজনকে ডিবির কাছে হস্তান্তর করা হয়েছে।
২৪ জুন (শুক্রবার) দুপুরে বনানীর ইকবাল সেন্টারের নিচতলায় নিউ হীরা জুয়েলার্সে ডাকাতি হয়। ওই ঘটনায় করা মামলায় উল্লেখ করা হয়, ডাকাতেরা প্রায় পাঁচ কোটি টাকা মূল্যের স্বর্ণালংকার লুটে নিয়ে গেছে।
পুলিশ জানায়, মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) বুধবার রাতে ডাকাত দলের নেতা ইয়াকুব মালকে গ্রেপ্তার করে। এ ঘটনায় আরও তিনজনকে গ্রেপ্তার এবং ৫০ ভরি স্বর্ণালংকার উদ্ধার করে ডিবি। একই ঘটনায় পাঁচজনকে গ্রেপ্তার এবং ৭০ ভরি স্বর্ণ উদ্ধার করে র‌্যাব। গত বৃহস্পতিবার পৃথক সংবাদ সম্মেলনে এই নয়জনকে সংবাদমাধ্যমের সামনে হাজির করে ডিবি ও র‌্যাব। এ ছাড়া বৃহস্পতিবার রাতে ডিবি কুদ্দুস নামে আরও একজনকে গ্রেপ্তার করে।
ডিবির অতিরিক্ত উপকমিশনার মোল্লা নজরুল ইসলাম জানান, গ্রেপ্তার করা ১০ জনকে আট দিনের হেফাজতে (রিমান্ডে) নিয়ে জিজ্ঞাসাবাদের অনুমতি দিয়েছেন আদালত। তাদের জিজ্ঞাসাবাদ করে আরও কিছু তথ্য পাওয়া যাবে বলে আশা করা হচ্ছে।

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Design by Wordpress Theme | Bloggerized by Free Blogger Templates | JCPenney Coupons