সম্প্রতি নিজের শহর কলকাতায় পরিবার-পরিজনের সঙ্গে সময় কাটাচ্ছেন বিপাশা বাসু। খবর চাউর হয়েছে, সম্পর্কের ক্ষত শুকোতেই নাকি পারিবারিক সাহচর্যে গিয়েছেন তিনি। অবশ্য এমন খবরে বেজায় চটেছেন বং বিউটি। সাফ জানিয়েছেন, জনের সঙ্গে ১ বছর আগেই সম্পর্ক ভেঙ্গেছিল তার। এতোদিন পর দুঃখ লাঘবের চেষ্টা করার কোনো প্রশ্নই ওঠে না। খবর টাইমস অফ ইন্ডিয়ার। সংবাদমাধ্যমটি জানিয়েছে, এ প্রসঙ্গে বিপাশা টুইটারে লিখেছেন, ‘অন্তত এক বছর আগে জনের সঙ্গে সম্পর্ক ভেঙ্গে গেছে আমার। এতোদিন পরে এমন মনগড়া কাহিনী কেন! প্রতিদিনই আমার ব্যক্তিগত জীবন নিয়ে খবর ছেপে কি কাটতি বাড়ানোর চেষ্টা!’
বিপাশা বলেছেন, ‘এ ধরনের কল্পনাপ্রসূত সাংবাদিকতা মোটেও পছন্দ করি না। কারো ব্যক্তিগত জীবন নিয়ে মজার খেলায় মেতে ওঠার অধিকার কারো নেই।’
বিপাশা আরো লিখেছেন, ‘যা ঘটে ভালোর জন্যই ঘটে। জনের সঙ্গে সম্পর্ক ভেঙ্গে যাওয়ার ব্যাপারটিকে সহজভাবেই নিয়েছি আমি। কী কারণে আমাদের সম্পর্ক ভেঙ্গে গেছে তা আমরা খুব ভালো করেই জানি। আমরা পারস্পরিক সমঝোতার ভিত্তিতেই এই চূড়ান্ত সিদ্ধান্ত নিয়েছি। এটা নিয়ে মিডিয়ার বাড়াবাড়ি মোটেও কাম্য নয়।’
বিডিনিউজটোয়েন্টিফোরডটকম




২:১৫ PM
মম
Posted in:
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন