সোমবার, ২৫ জুলাই, ২০১১

শাহরুখকে পেছনে ফেললেন হৃত্ত্বিক!

বক্সঅফিসে বলিউডের দুই ক্ষমতাধরের দ্বৈরথ হবে এটি তো ছিলো অনুমিত, কিন্তু ছবি মুক্তির আগেই যে লড়াইটা শুরু হয়ে এক দফা রায় হয়ে যাবে সেটা খুব কম মানুষই ভেবেছিলেন। সম্প্রতি জানা গেছে, মুক্তির আগেই লাভের অঙ্কে হৃত্ত্বিক রোশানের ‘কৃশ ৩’ ছবিটি এরই মধ্যে পেছনে ফেলে দিয়েছে শাহরুখ খানের ‘রাডটওয়ান’ ছবিকে। খবর টাইমস অফ ইন্ডিয়ার।

সংবাদমাধ্যমটি জানিয়েছে, ইতোমধ্যেই স্যাটেলাইট স্বত্বের দাম হিসেবে ৩৮ কোটি ভারতীয় টাকার প্রস্তাব পেয়েছে ‘কৃশ ৩’। অন্যদিকে, ‘রাডটওয়ান’ পেয়েছে ৩৭ কোটি ভারতীয় টাকার প্রস্তাব। এর মধ্য দিয়ে ‘কৃশ ৩’-ই সবচেয়ে বেশি স্যাটেলাইট মূল্য বাগাতে সক্ষম হলো।

এদিকে জানা গেছে, সমালোচকদের দৃষ্টিতে সঞ্জয় লীলা বনসালী কিংবা জয়া আখতারের ছবিতে হৃত্ত্বিকের অভিনয় প্রশংসিত হলেও, ব্যবসার ময়দানে আসল ছক্কাটা কিন্তু বরাবরই পিটিয়ে আসছেন রাকেশ রোশান এবং হৃত্তিক রোশান। বাপ-ব্যাটার এই জুটি ভারতের বক্স অফিসে আরেকটা জোয়ার তুলবেন বলেই ধারণা করছেন সবাই।





বিডিনিউজটোয়েন্টিফোরডটকম

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Design by Wordpress Theme | Bloggerized by Free Blogger Templates | JCPenney Coupons