বলিউডি অভিনেতা অমিতাভ বচ্চনের ব্লগ বিগআড্ডা বন্ধই হয়ে যাচ্ছে। ১৫ জুলাইয়ের পর থেকে ভারতীয় চলচ্চিত্র জগতের প্রভাবশালী এই বর্ষীয়ান অভিনেতার আর কোনো লেখাই বিগআড্ডাতে পাওয়া যাবে না। কারণ হিসেবে জানা গেছে, সোশ্যাল নেটওয়ার্কিং এবং ব্লগিং প্ল্যাটফর্মটির স্বত্ত্বাধিকারী প্রতিষ্ঠান রিয়ালেন্স এন্টারটেইনমেন্ট এটিকে ই-কমার্স পোর্টালে রূপান্তরের সিদ্ধান্ত নিয়েছে। খবর টাইমস অফ ইন্ডিয়া-এর।সংবাদমাধ্যমটি জানিয়েছে, রিলায়েন্স কর্তৃপক্ষ সম্প্রতি বিগআড্ডাডটকম সাইটটিতে যাদের ব্লগ বা বিভিন্ন তথ্য রাখা আছে তা সরিয়ে নিতে অনুরোধ করেছে। প্রতিষ্ঠানটির বক্তব্য হলো, তারা ই-কমার্স পোর্টালের মাধ্যমে তাদের ব্যবসা প্রসার করতে চায়; তাই ব্লগ প্ল্যাটফর্মটি তারা বাদ দিচ্ছে।
জানা গেছে, রিলায়েন্স কর্তৃপক্ষ জানিয়ে দিয়েছে এখানে বিগবি’র মতো অনেক হাই প্রোফাইল ব্লগারের ব্লগও আর রাখা সম্ভব হবে না। তাই সবাইকেই ১৫ জুলাইয়ের মধ্যে যাবতীয় তথ্য সরিয়ে নিতে হবে।
এদিকে সংবাদমাধ্যমটি জানিয়েছে, নতুন কোনো ব্লগিং প্ল্যাটফর্মে অমিতাভ বচ্চন এখনও যোগ দেননি। আর বিগআড্ডা ব্লগটিও বন্ধ হয়ে যাওয়ার আপাতত বচ্চন ব্লগ ফ্যানদের জন্য এটি একটি দুঃসংবাদই বটে।
বিডিনিউজটোয়েন্টিফোরডটকম/এমএইচ/এইচবি/এইচআর/জুলাই ০৪/১১




২:২৮ PM
মম
Posted in:
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন