মাত্র ১৬ বছর বয়স থেকেই বং বিউটি বিপাশা বাসুর ইচ্ছা ছিলো নাভি ফোড়ানোর। শেষপর্যন্ত সেই ইচ্ছেপূরণ হলো তার। জানা গেছে, নাভিতে অলংকার পরার উদ্দেশ্যে সম্প্রতি শখটি মিটিয়েছেন বাঙালি বংশোদ্ভুত এই আবেদনময়ী বলিউডি তারকা। এর আগে কেবল গুটিকয়েক বলিউডি অভিনেত্রীই এমন কাণ্ড ঘটিয়েছেন। খবর ইন্দো-এশিয়ান নিউজ সার্ভিসের।সংবাদমাধ্যমটি জানিয়েছে, এ প্রসঙ্গে বিপাশা টুইটারে লিখেছেন, ‘১৬ বছর বয়স থেকেই নাভি ফোড়ানোর ইচ্ছা ছিলো আমার। শেষ পর্যন্ত সাহসী সেই কাজটি করেই ফেললাম। অনেক ভালো লাগছে। ধীরে ধীরে ক্ষত শুকিয়ে আসছে। অবশ্য আগামি ১৫ দিন ঠিকমতো শরীরচর্চা করতে পারবো না।’
এদিকে জানা গেছে, বিপাশার এই টুইট প্রকাশের পর তার অনেক ভক্তই নাভির ক্ষত সারানোর নানা টিপস পাঠাচ্ছেন তাকে। ভক্তদের ধন্যবাদ জানিয়ে বিপাশা লিখেছেন, ‘আমাকে টিপস পাঠানোর জন্য সবাইকে অনেক ধন্যবাদ। নাভির ক্ষত এখনো পুরোপুরি শুকায়নি। তাই এই মুহ‚র্তে ছবি পোস্ট করতে পারছি না। শিগগিরই আমার এই নতুন সৌন্দর্য উপভোগের সুযোগ পাবেন আপনারা।’
উল্লেখ্য, সামনে বিপাশাকে রূপালি পর্দায় দেখা যাবে আব্বাস মাস্তানের ‘প্লেয়ার্স’ এবং আন্তর্জাতিক ছবি ‘সিঙ্গুলারিটি’তে।
বিডিনিউজটোয়েন্টিফোরডটকম/টিকে/এইচবি/এইচআর/জুলাই ০৪/১১




২:৩৬ PM
মম
Posted in:
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন