মঙ্গলবার, ২৬ জুলাই, ২০১১

গাইবান্ধায় গৃহবধূকে এসিড নিক্ষেপের দায়ে তিনজনের কারাদণ্ড

গাইবান্ধার পলাশবাড়ী উপজেলার বড়গোবিন্দ গ্রামের গৃহবধূ মঞ্জুয়ারাকে (২২) এসিড নিক্ষেপের দায়ে তিনজনের ১৪ বছর করে সশ্রম কারাদণ্ড দিয়েছেন। একই সঙ্গে আদালত প্রত্যেকে ৫০ হাজার টাকা জরিমানা করেছেন।
আজ মঙ্গলবার দুপুরে গাইবান্ধা জেলা ও দায়রা জজ এ টি এম গোলাম কিবরিয়া এ রায় ঘোষণা করেন।
দণ্ডপ্রাপ্তরা হলেন—উপজেলার বড়গোবিন্দ গ্রামের ফুল মিয়া, বদি মিয়া, সাহেরা বেগম। তিনজনই বর্তমানে গাইবান্ধা কারাগারে আটক রয়েছেন।
মামলার বিবরণে জানা যায়, ২০০৫ সালের ২৫ মে রাতে মঞ্জুয়ারা প্রকৃতির ডাকে সাড়া দিতে বাইরে বের হলে আগে থেকে ওত্ পেতে থাকা আসামিরা তাঁকে এসিড নিক্ষেপ করে। এতে তাঁর বুক, গলা ও বাঁ হাতের এক অংশ ঝলসে যায়। এ ব্যাপারে মঞ্জুয়ারার স্বামী আবদুল মজিদ বাদী হয়ে এসিড দমন আইনে পলাশবাড়ী থানায় একটি মামলা দায়ের করেন। সাক্ষ্যপ্রমাণে ঘটনার সত্যতা প্রমাণ হওয়ায় বিচারক আজ এ রায় দেন।
রায় ঘোষণার সময় আদালতে স্বামী-স্ত্রী দুজনই উপস্থিত ছিলেন। তাঁরা রায়ের প্রতিক্রিয়ায় প্রথম আলোকে বলেন, ‘রায়ে আমরা খুশি। এ রায় কার্যকরের দাবি জানাই।’
রাষ্ট্রপক্ষে মামলা পরিচালনা করেন পাবলিক প্রসিকিউটর আবদুল জলিল আকন্দ। আসামি পক্ষে ছিলেন আইনজীবী রহমত উল্লাহ আজাদ ও সাবেক পিপি আবু আলা সিদ্দিকুল ইসলাম।
মামলায় মঞ্জুয়ারাকে প্রথম আলো এসিড তহবিল আইনি সহায়তা দেওয়া হয়। মামলায় প্রথম আলোর পক্ষে আইনি সহায়তা দেন আইনজীবী আনিস মোস্তফা ছোটন।

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Design by Wordpress Theme | Bloggerized by Free Blogger Templates | JCPenney Coupons