সোমবার, ২৫ জুলাই, ২০১১

মাত্র সাতাশেই চলে গেলেন অ্যামি

মাত্র ২৭ বছর বয়সে পৃথিবীর মায়া কাটিয়ে চলে গেলেন গ্র্যামি অ্যাওয়ার্ডজয়ী বৃটিশ গায়িকা অ্যামি ওয়াইনহাউস। বিষয়টির সত্যতা নিশ্চিত করেছে লন্ডন মেট্রোপলিটন পুলিশ। খবর ডেইলিমেইল-এর।

সংবাদমাধ্যমটি জানিয়েছে, ২৩ জুলাই শনিবার বিকেল ৪টায় নর্থ লন্ডনে অ্যামির নিজের বাড়িতে তাকে মৃত অবস্থায় পাওয়া গেছে। মৃত্যুর কারণ সম্পর্কে এখন পর্যন্ত নিশ্চিত হওয়া না গেলেও, ধারণা করা হচ্ছে মাত্রাতিরিক্ত মাদক সেবনই তার মৃত্যুর জন্য দায়ী।

উল্লেখ্য, দীর্ঘদিন ধরেই অ্যালকোহলসহ বিভিন্ন মাদকে আসক্ত ছিলেন ২৭ বছর বয়সী এই গায়িকা। সম্প্রতি কিছুদিন মাদকাসক্তি নিরাময় কেন্দ্রেও ভর্তি ছিলেন তিনি।          

জানা গেছে, অ্যামির মৃত্যু সম্পর্কে লন্ডন মেট্রোপলিটন পুলিশ একটি বিবৃতিতে বলেছে, ‘শনিবার বিকেল ৪টায় লন্ডন অ্যাম্বুলেন্স সার্ভিস থেকে পুলিশকে জানানো হয়, অ্যামিকে মৃত অবস্থায় তার বাড়িতে পাওয়া গেছে। পুলিশ ঘটনাস্থলে গিয়ে জানতে পারে তাকে মৃত ঘোষণা করা হয়েছে। এখন পর্যন্ত মৃত্যুর প্রকৃত কারণ জানা যায়নি। মৃত্যুর কারণ উদঘাটনের লক্ষ্যে তদন্ত চলছে।’

এদিকে সানডে মিরর পত্রিকার নিক বাকলি জানিয়েছেন, ‘মাত্রাতিরিক্ত মাদক সেবনকেই অ্যামি ওয়াইনহাউসের মৃত্যুর কারণ বলে সন্দেহ করা হচ্ছে।’

উল্লেখ্য, কয়েক বছর ধরেই মাদকের ভয়াবহ নেশায় ডুবে ছিলেন এই গায়িকা। মাদক ছাড়ার জন্য রীতিমতো যুদ্ধ চালালেও, সফল হননি তিনি। সর্বশেষ এ বছরের মে মাসে তিনি রিহ্যাবে গিয়েছিলেন। এর আগে হেরোইনে আসক্তির কারণে ২০০৭ সালেও চিকিৎসা নিয়েছিলেন তিনি। ২০ জুলাই আইটিউনস ফেস্টিভ্যালে সর্বশেষ কনসার্টে অংশ নিয়েছিলেন ক্ষণজন্মা এই শিল্পী।



বিডিনিউজটোয়েন্টিফোরডটকম

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Design by Wordpress Theme | Bloggerized by Free Blogger Templates | JCPenney Coupons