সোমবার, ২৫ জুলাই, ২০১১

ফরাসি আদালতে ডায়ানার মৃত্যু মামলা পুনরুজ্জীবিত

১৯৯৭ সালে এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় প্রিন্সেস ডায়ানার মৃত্যুর কথা বলা হলেও, এখন পর্যন্ত তার মৃত্যু নিয়ে রহস্যের কুলকিনারা হয়নি। জানা গেছে, ১৪ বছর আগে ডায়ানার অনাকাক্সিক্ষত মৃত্যুর প্রকৃত কারণ উদঘাটনের লক্ষ্যে সম্প্রতি আবারো তার মৃত্যু মামলা পুনরুজ্জীবিত করেছে ফ্রান্সের একটি আদালত। খবর প্রেস ট্রাস্ট অফ ইন্ডিয়ার। 

সংবাদমাধ্যমটি জানিয়েছে, মামলার সঙ্গে সম্পর্কযুক্ত ‘গুরুত্বপূর্ণ প্রমাণ’ প্রকাশ না করার অপরাধে জিজ্ঞাসাবাদ করা হবে সেইসময়ে শীর্ষপদে থাকা দুই বৃটিশ পুলিশ অফিসারকে। তাদের বিরুদ্ধে অভিযোগ, নিজের মৃত্যু আঁচ করতে পেরে প্রয়াত প্রিন্সেস অফ ওয়েলস যে নোট লিখেছিলেন সেটা জনসমক্ষে প্রকাশ করেননি সাবেক এই দুই তদন্ত কর্মকর্তা।

জানা গেছে, ফরাসি বিচারক জেরার্ড ক্যাডিও জিজ্ঞাসাবাদ করবেন ঐ দুজন কর্মকর্তাকে। তাদের একজন হলেন তৎকালীন স্কটল্যান্ড ইয়ার্ড প্রধান লর্ড কনডন এবং আরেকজন হলেন লন্ডন মেট্রোপলিটন পুলিশের সাবেক সহকারী কমিশনার স্যার ডেভিড ভেনেস। তারা ডায়ানার লেখা নোটটি প্রকাশ করতে কেন ব্যর্থ হলেন- এ ব্যাপারে জিজ্ঞাসাবাদ করা হবে তাদেরকে।

এদিকে জানা গেছে, ডায়ানার মৃত্যুর কয়েক মাস পর নোটটি তার আইনজীবী ঐ দুই কর্মকর্তাকে দিয়েছিলেন। কিন্তু তিন বছরেও সেটা প্রকাশ করেননি তারা। বিষয়টি তারা গোপনই রাখতে চেয়েছিলেন। অবশ্য এ ব্যাপারে কোনো মন্তব্য করতে অস্বীকৃতি জানিয়েছে স্কটল্যান্ড ইয়ার্ড কর্তৃপক্ষ।



বিডিনিউজটোয়েন্টিফোরডটকম

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Design by Wordpress Theme | Bloggerized by Free Blogger Templates | JCPenney Coupons