বুধবার, ১৩ জুলাই, ২০১১

হত্যা ধর্ষণ অপহরণ মামলায় ১৩ জনের যাবজ্জীবন

বাগেরহাট ও মাদারীপুরে হত্যা মামলার রায়ে গত সোমবার ১২ জনকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে। যশোরের এক স্কুলছাত্রীকে ধর্ষণ ও অপহরণের দায়ে একই দিন এক ব্যক্তিকে যাবজ্জীবন ও ১৪ বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। আমাদের আঞ্চলিক কার্যালয় ও প্রতিনিধিদের পাঠানো খবর: 
বাগেরহাট: মজনেয়ার ফকির হত্যা মামলায় জেলার তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসী ফরিদ মোল্লাসহ ছয় আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে প্রত্যেককে ৩০ হাজার টাকা করে জরিমানা, অনাদায়ে আরও চার বছরের সশ্রম কারাদণ্ডের আদেশ দেওয়া হয়। গত সোমবার দুপুরে বাগেরহাটের অতিরিক্ত জেলা ও দায়রা জজ প্রথম আদালতের বিচারক মো. বেলায়েত উল্লা এ রায় দেন।
দণ্ড পাওয়া ব্যক্তিরা হলেন—সদর উপজেলার কৃষ্ণনগর গ্রামের ফরিদ মোল্লা ওরফে মারুফ মোল্লা, সুগন্ধি গ্রামের ইলিয়াস ঢালী ও তুহিন, ফকিরহাট উপজেলার বালিয়াডাঙ্গা গ্রামের সাইদ, মোরেলগঞ্জের খালকুলিয়া গ্রামের আবদুস সোবহান ও নড়াইলের কালিয়া উপজেলার পারবিষ্ণুপুর গ্রামের সাইফুজ্জামান বাবু। তাঁদের মধ্যে সাইদ ও সোবহান পলাতক, অন্যরা কারাগারে আটক।
মামলার সংক্ষিপ্ত বিবরণে জানা গেছে, ফকিরহাটের জাড়িয়া গ্রামের মজনেয়ার ফকিরের সঙ্গে সদর উপজেলার সুগন্ধি গ্রামের ইলিয়াস ঢালীর পূর্ববিরোধ ছিল। এরই জের ধরে মজনেয়ারকে হত্যার পরিকল্পনার অংশ হিসেবে ইলিয়াস টাকার বিনিময়ে অন্য অভিযুক্তদের ভাড়া করেন। পরিকল্পনা অনুযায়ী ২০০৩ সালের ২৭ সেপ্টেম্বর বাগেরহাট সদর উপজেলার রাখালগাছি বাজারে মজনেয়ারকে গুলি করে হত্যা করা হয়। পরদিন মজনেয়ারের চাচা ফকির নজরুল ইসলাম ইলিয়াসসহ পাঁচজনের নাম উল্লেখ করে অজ্ঞাত কয়েকজনের বিরুদ্ধে বাগেরহাট মডেল থানায় হত্যা মামলা করেন। 
মাদারীপুর: সদর উপজেলার রাজারচর গ্রামে দুই ভাইকে খুনের দায়ে ছয় চরমপন্থীকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে। মাদারীপুর আদালতের ভারপ্রাপ্ত জেলা ও দায়রা জজ রফিকুল ইসলাম সোমবার এই রায় দেন। 
দণ্ডপ্রাপ্তরা হলেন—মহিম ফরাজী, রাজীব ফরাজী, নরেন্দ্র মণ্ডল, বিকাশ মণ্ডল, রিয়াজ ফরাজী ও আহসান বেপারি। মামলার সংক্ষিপ্ত বিবরণে জানা যায়, রাজারচর গ্রামের নজরুল চৌকিদার ও তাজুল চৌকিদার নামের দুই ভাইকে ২০০৩ সালের ১৩ মার্চ রাতে সন্ত্রাসীরা পুলিশের ছদ্মবেশে ঘর থেকে ডেকে নিয়ে গুলি করে ও কুপিয়ে হত্যা করে। এ ব্যাপারে তাঁদের ছোট ভাই মনির চৌকিদার বাদী হয়ে মাদারীপুর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। 
খুলনা: যশোরের এক স্কুলছাত্রীকে ধর্ষণ মামলার রায়ে শিশির ঘোষকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড, ৫০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও দুই বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে। একই সঙ্গে ওই আসামির বিরুদ্ধে অপহরণের অভিযোগ প্রমাণিত হওয়ায় আদালত অপর এক রায়ে তাঁকে আরও ১৪ বছরের সশ্রম কারাদণ্ড ও ২৫ হাজার টাকা জরিমানা, অনাদায়ে এক বছরের কারাদণ্ড দিয়েছেন। খুলনার দ্রুত বিচার আদালতের বিচারক সেকান্দার আলী সোমবার এ রায় দেন।
মামলার সংক্ষিপ্ত বিবরণে জানা গেছে, ২০০৯ সালের ২৪ সেপ্টেম্বর যশোরের ইসহাক আলী সড়ক থেকে যশোর সদর এলাকার এক বাসিন্দার স্কুলপড়ুয়া মেয়েকে অপহরণ করা হয়। ওই ঘটনায় মেয়ের বাবা বাদী হয়ে যশোরের কোতোয়ালি থানায় মামলা করেন। পুলিশ ওই বছরের ২৭ সেপ্টেম্বর অপহূত মেয়েটিকে ঝিনাইদহের কালীগঞ্জ থেকে উদ্ধার করে। ওই সময় আসামি শিশির ঘোষ মেয়েটিকে ধর্ষণ করেন।

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Design by Wordpress Theme | Bloggerized by Free Blogger Templates | JCPenney Coupons