বুধবার, ১৩ জুলাই, ২০১১

ছাত্রকে যৌন নির্যাতন, মাদ্রাসাশিক্ষক কারাগারে

ছাত্রকে আটকে রেখে যৌন নির্যাতন চালানোর অভিযোগে পুলিশ এক মাদ্রাসাশিক্ষককে গ্রেপ্তার করেছে। তাঁর নাম জাকির হোসেন (৪০)। আজ বুধবার দুপুরে আদালতের মাধ্যমে তাঁকে ঢাকা কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়।
রাজধানীর মিরপুর থানার পুলিশ গতকাল মঙ্গলবার রাতে পাইকপাড়ার মাদ্রাসাতুল আহবাদ থেকে জাকিরকে গ্রেপ্তার করে।
মামলার তদন্তকারী কর্মকর্তা মিরপুর থানার উপপরিদর্শক (এসআই) শফিকুল ইসলাম খান জানান, জাকির হোসেন গতকাল দুপুরে মাদ্রাসাতুল আহবাদের হাফিজি শাখার এক ছাত্রকে একটি কক্ষে নিয়ে যৌন নির্যাতন করেন। ওই ছাত্র বাসায় গিয়ে বিষয়টি তার মা-বাবাকে জানায়। রাতে ওই অভিভাবক মহল্লাবাসীকে নিয়ে মাদ্রাসায় এসে শিক্ষককে আটকে এ বিষয়ে জিজ্ঞাসাবাদ করে। জাকির একপর্যায়ে অভিযোগ স্বীকার করেন। পরে রাতেই মহল্লাবাসী জাকিরকে পুলিশে সোপর্দ করে।
ছাত্রের বাবা গতকাল রাতে মিরপুর থানায় জাকির হোসেনকে আসামি করে মামলা করেন। ওই মামলায় তাঁকে গ্রেপ্তার দেখানো হয়।
তদন্ত কর্মকর্তা আরও জানান, শিক্ষক জাকির গত রোববার আরও একটি ছেলেকে বলৎকার করে বলে স্বীকার করেছেন। তাঁর গ্রামের বাড়ি নেত্রকোনার আটপাড়া উপজেলার কুতুবপুরে।

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Design by Wordpress Theme | Bloggerized by Free Blogger Templates | JCPenney Coupons