বাগেরহাট শহরের মাঝিঘাট থেকে গতকাল রোববার সকালে খাদ্য অধিদফতরের টেস্ট রিলিফের (টিআর) ৬০০ বস্তা গমসহ ট্রলার আটক করেছে কোস্টগার্ড। এ সময় ট্রলারচালক সৈয়দ মোহম্মদকেও (৩৮) আটক করা হয়। আটকত্রকৃত গমের বাজার মূল্য প্রায় সাত লাখ ২০ হাজার টাকা।
মংলার কোস্টগার্ড পশ্চিম জোনের লে. কমান্ডার শহীদ জানান, পিরোজপুরের ভান্ডারিয়া বাজার এলাকা থেকে খাদ্য অধিদফতরের টিআরের ৬০০ বস্তা গম নিয়ে এমভি রানা রেজা নামে একটি ট্রলার নদীপথে বাগেরহাট শহরে আসছে—এমন সংবাদের ভিত্তিতে কোস্টগার্ডের সদস্যরা আগে থেকেই মাঝিঘাট এলাকায় অবস্থান নেন। রোববার সকাল সাতটার দিকে গমবোঝাই ট্রলারটি ঘাটে পৌঁছালে তাঁরা এতে অভিযান চালিয়ে খাদ্য অধিদফতরের সিলসংবলিত ৬০০ বস্তা গমসহ ওই ট্রলারের চালককে আটক করেন।
ট্রলারচালক বলেন, গত শনিবার রাত নয়টার দিকে ভান্ডারিয়া বাজারের ঘাট থেকে আলমগীর কবিরাজ নামে এক ব্যক্তি তাঁর ট্রলার ভাড়া করে বাগেরহাটের তাপস সাহার নাম লিখে ৬০০ বস্তা গম পৌঁছে দিতে বলেন। মাল বুঝে নিয়ে তাপস সাহাকে ট্রলারের ভাড়া পরিশোধ করার কথা ছিল।
মংলার কোস্টগার্ড পশ্চিম জোনের লে. কমান্ডার শহীদ জানান, পিরোজপুরের ভান্ডারিয়া বাজার এলাকা থেকে খাদ্য অধিদফতরের টিআরের ৬০০ বস্তা গম নিয়ে এমভি রানা রেজা নামে একটি ট্রলার নদীপথে বাগেরহাট শহরে আসছে—এমন সংবাদের ভিত্তিতে কোস্টগার্ডের সদস্যরা আগে থেকেই মাঝিঘাট এলাকায় অবস্থান নেন। রোববার সকাল সাতটার দিকে গমবোঝাই ট্রলারটি ঘাটে পৌঁছালে তাঁরা এতে অভিযান চালিয়ে খাদ্য অধিদফতরের সিলসংবলিত ৬০০ বস্তা গমসহ ওই ট্রলারের চালককে আটক করেন।
ট্রলারচালক বলেন, গত শনিবার রাত নয়টার দিকে ভান্ডারিয়া বাজারের ঘাট থেকে আলমগীর কবিরাজ নামে এক ব্যক্তি তাঁর ট্রলার ভাড়া করে বাগেরহাটের তাপস সাহার নাম লিখে ৬০০ বস্তা গম পৌঁছে দিতে বলেন। মাল বুঝে নিয়ে তাপস সাহাকে ট্রলারের ভাড়া পরিশোধ করার কথা ছিল।




১২:৪৭ PM
Akashnill
Posted in:
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন