শনিবার, ২ জুলাই, ২০১১

ডাক বিভাগে ঈগলের হামলা!


শুনলে আঁতকে উঠবেন_যুক্তরাষ্ট্রের ডাক বিভাগের 'লোগো'র ঈগল জ্যান্ত হয়ে উঠেছে এবং নিজেদের মতো ঘুরে বেড়াচ্ছে। আলাস্কার ডাক বিভাগের কাছে এক জোড়া ঈগল বাসা বানিয়েছে এবং তারা সপ্তাহ দুয়েক থেকে ডাক বিভাগের বেশ কয়েকজনকে আক্রমণ করে আহত করেছে। কর্তৃপক্ষ বিষয়টির সত্যতা নিশ্চিত করলেও ঈগলের বাসা সরানোর ব্যাপারে নির্বিকার। 'লোগো'র প্রতীক বলেই মনে হয় তাদের এমন মনোভাব!.. কালের কন্ঠ

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Design by Wordpress Theme | Bloggerized by Free Blogger Templates | JCPenney Coupons