আয়ারল্যান্ডের এক নাগরিক নিজের চাকরির জন্য বিলবোর্ডে বিজ্ঞাপন দিয়েছেন। ফিলিপ লুমারি নামের চাকরিহীন এই ব্যক্তি তিন হাজার ইউএস ডলার খরচ করে এই বিজ্ঞাপন দিয়েছেন। সেখানে তিনি লিখেছেন, 'আমাকে নিজের দেশত্যাগের হাত থেকে বাঁচান।' মজার ব্যাপার হচ্ছে, এই অন্য রকমের বিজ্ঞাপনের এক সপ্তাহের মধ্যে অন্তত ২০টি প্রতিষ্ঠান থেকে তাঁকে ইন্টারভিউর জন্য ডাকা হয়। এর মধ্যে বেশ কয়েকটি থেকে চাকরির অফারও আসে। কালের কন্ঠ




৫:১৪ PM
মম
Posted in:
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন