রবিবার, ২৪ জুলাই, ২০১১

প্রেমিকের স্মৃতি ভুলতে গাড়ির রং বদলালেন প্যারিস!

সদ্য শেষ হয়ে যাওয়া সম্পর্কের স্মৃতি মুছে ফেলতে অতিপ্রিয় জাপানি সুপারকারটির রং বদলে ফেললেন হলিউডি তারকা প্যারিস হিলটন। খবর ব্যাংশোবিজ-এর।

সংবাদমাধ্যমটি জানিয়েছে, ৩০তম জন্মদিনের উপহার হিসেবে প্যারিসকে হলুদ রঙের গাড়িটি দিয়েছিলেন বয়ফ্রেন্ড সাই ওয়েটস। গাড়িটি প্যারিসের এতোই প্রিয় যে, সম্পর্ক ভেঙ্গে যাওয়ার পর ওয়েটস এর স্মৃতিবিজড়িত সব জিনিসপত্র ঝেড়ে ফেললেও গাড়িটি তিনি নিজের কাছেই রেখে দিয়েছেন।

সংবাদমাধ্যমটি জানিয়েছে, তবে ওয়েটসের স্মৃতি ভুলতে প্যারিস এবারে লেক্সাস এলএফএ মডেলের হলুদ রংয়ের গাড়িটি সাদা রং করিয়েছেন।
উল্লেখ্য, গত মাসে ওয়েটসের সঙ্গে সম্পর্কের ইতি টানেন প্যারিস।

সাবেক বয়ফ্রেন্ডকে মনে পড়ে এমন কোনো স্মৃতি তার কাছে থাকুক এটা আর চাইছেন না প্যারিস। কারণ? নতুন বয়ফ্রেন্ড খুঁজে পেয়েছেন প্যারিস। জানা গেছে, ‘হ্যাংওভার ২’ ছবির পরিচালক টড ফিলিপসের সঙ্গে চুটিয়ে ডেটিং চালাচ্ছেন হলিউডের এই আবেদনময়ী তারকা।


বিডিনিউজটোয়েন্টিফোরডটকম/নাহিদ/টিকে/এইচআর/জুলাই ২১/১১

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Design by Wordpress Theme | Bloggerized by Free Blogger Templates | JCPenney Coupons