রবিবার, ২৪ জুলাই, ২০১১

পাথর ছুড়ে আরও এক বাংলাদেশিকে হত্যা

লালমনিরহাটের পাটগ্রাম সীমান্তে ২৫ দিনের ব্যবধানে রফিকুল ইসলাম (৩৫) নামে বাংলাদেশের আরও এক গরু ব্যবসায়ীকে পাথর ছুড়ে হত্যা করল ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। নিহত রফিকুলের বাড়ি উপজেলার উফারমারা গ্রামে। তাঁর বাবার নাম বাহার উদ্দিন। আজ রোববার ভোরে এ ঘটনা ঘটে।
বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও এলাকাবাসী জানায়, রফিকুল আজ ভোরে ভারতের ষোলঘড়িয়া বামনদল সীমান্তের ৮৩৬/৭-এর সাব পিলারের কাছে গরু আনতে যায়। গরু নিয়ে তিনিসহ আরও কয়েকজন গরু ব্যবসায়ী সানিয়াজান নদী হেঁটে পার হচ্ছিলেন। এ সময় নদীর ওপর সেতুতে টহল দিচ্ছিল ভারতীয় ১০৪ ব্যাটালিয়নের বিএসএফ ক্যাম্পের সদস্যরা। তারা নদীতে ওই ব্যবসায়ীদের দেখতে পেয়ে তাঁদের লক্ষ্য করে এলোপাতাড়ি পাথর ছোড়ে। এতে ঘটনাস্থলেই রফিকুল মারা যান। পরে বিএসএফ সদস্য রফিকুলের লাশ ওই নদীতে ফেলে দেয়।
নদীতে রফিকুলের লাশ ভেসে উঠলে এলাকাবাসী বুড়িমারী বিজিবি ক্যাম্পে খবর দেয়। বিজিবি সদস্যরা লাশ উদ্ধার করে পাটগ্রাম থানার পুলিশের কাছে হস্তান্তর করে।
উল্লে¬খ্য, গত ৩০ জুন ওই সীমান্তে একইভাবে বিএসএফ সদস্যরা মিজানুর রহমান নামের এক বাংলাদেশি যুবককে নৃশংসভাবে হত্যা করে।
পাটগ্রাম থানার উপপরিদর্শক (এসআই) লেবু জানান, লাশের সুরতহাল প্রতিবেদন তৈরি করে জেলা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
বিজিবি লালমনিরহাট ৩১ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল আসলাম হোসেন বলেন, এ ঘটনার তীব্র প্রতিবাদ জানিয়ে বিএসএফের কাছে পতাকা বৈঠকের আহ্বান জানানো হয়েছে।

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Design by Wordpress Theme | Bloggerized by Free Blogger Templates | JCPenney Coupons